‘অপারেশন অগ্নিপথ’–অস্ট্রেলিয়া–কাণ্ড | সারা সপ্তাহের খবর

বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : ‘অপারেশন অগ্নিপথ’–অস্ট্রেলিয়া–কাণ্ড, ডেমির তৃতীয় অধ্যায় শুরু, মাহিয়া মাহি কে নিয়ে ফেরদৌস, ‘পুষ্পা ২’-এর প্রথম ঝলক, ১২ সিরিজ ও সিনেমা নিয়ে আসছে ফিল্ম সিন্ডিকেট, সিগারেট হাতে অনন্যা পান্ডে ছবি ফাঁস, শাকিবকে নিয়ে আবার মুখ খুললেন বুবলী, মাটিতে পা ফেলছেন না অমিতাভ, শিল্পীদের সম্মানী যাবে কল্যাণ তহবিলে

 

অপারেশন অগ্নিপথ–অস্ট্রেলিয়া–কাণ্ড | সারা সপ্তাহের খবর

‘অপারেশন অগ্নিপথ’–অস্ট্রেলিয়া–কাণ্ড | সারা সপ্তাহের খবর

 

‘অপারেশন অগ্নিপথ’–অস্ট্রেলিয়া–কাণ্ড

শাকিব খানের বিরুদ্ধে রহমত উল্লাহ অভিযোগ উত্থাপন করলেও এসবের কিছুই জানেন না অস্ট্রেলীয় অংশের দুই সহ–প্রযোজক। এমনকি শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটি নিয়ে যে প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, তার কর্তাব্যক্তিরাও কিছুই জানেন না। 

ডেমির তৃতীয় অধ্যায় শুরু

গায়িকা হিসেবে পরিচিতি পেলেও শুরুটা কিন্তু অভিনয় দিয়েই হয়েছিল। শিশুশিল্পী হিসেবে বেশ কয়েকটি সিরিজ করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন ডেমি লোভাটো। পরে বড় হয়ে গানে চলে যান। এবার শুরু হচ্ছে ডেমির তৃতীয় অধ্যায়—পরিচালনা। মার্কিন চলচ্চিত্রবিষয়ক সাময়িকী হলিউড রিপোর্টার জানিয়েছে, ওটিটি প্ল্যাটফর্ম হুলুর একটি তথ্যচিত্র দিয়ে পরিচালনায় অভিষেক হবে তাঁর।

মাহিয়া মাহি কে নিয়ে ফেরদৌস

মাহিয়া মাহির এভাবে গ্রেপ্তারের বিষয়টি চিত্রনায়ক ফেরদৌসের কাছে অমানবিক লেগেছে। তিনি বললেন, ‘একজন অন্তঃসত্ত্বা নারী, যে মা হতে যাচ্ছে, তার অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ওই পুলিশ কর্মকর্তাদের এ রকম আচরণ মোটেও ঠিক হয়নি। বিষয়টা অন্যভাবে করা উচিত ছিল। আমার আরেকটা প্রশ্ন, এভাবে ধরলইবা কেন, আবার কয়েক ঘণ্টা পর ছাড়লইবা কেন। পুরো বিষয়টা তারা ভালো বুঝতে পারবে। 

‘পুষ্পা ২’-এর প্রথম ঝলক

‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। বক্স অফিসে ব্যাপক ব্যবসাসফল ছবিটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরাও।  ছবিটির দ্বিতীয় কিস্তির জন্য দর্শকদের যেন আর তর সইছে না। ‘পুষ্পা ২’ ঘিরে উন্মাদনা ক্রমেই বেড়ে চলেছে। ‘পুষ্পা’ ছবির সিকুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এ থরে থরে চমক সাজিয়ে দিতে চলেছেন নির্মাতারা। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানা গেলে, শিগগিরই ছবিটির কিছু ঝলক দেখতে পারবেন দর্শকেরা।

১২ সিরিজ ও সিনেমা নিয়ে আসছে ফিল্ম সিন্ডিকেট

‘কাইজার’, ‘কারাগার’, ‘ঊনলৌকিক’, ‘তাকদীর’–এর মতো আলোচিত সিরিজ নির্মাণ করে পরিচিতি পেয়েছে ঢাকার সাত নির্মাতার প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। এবার নতুন সাতটি ওয়েব সিরিজ ও পাঁচটি ওয়েব সিনেমার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ রাতে ঢাকার গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছে ফিল্ম সিন্ডিকেট। এর মধ্যে সিরিজগুলো হলো ‘ঊনলৌকিক ২’, ‘পেন্ডুলাম’, ‘গুলমোহর’, ‘ডেল্টা ২০৫১’, ‘দ্বৈত’, ‘অদানব’ ও ‘ফ্রেন্ডস উইদাউট বেনিফিটস’। সিনেমার মধ্যে রয়েছে ‘লোহানী’, ‘বাইপাস’, ‘খোঁয়ারি’, ‘পুলসিরাত’ ও ‘হেল ব্রোক লুজ’।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

সিগারেট হাতে অনন্যা পান্ডে ছবি ফাঁস

অনন্যা পান্ডেকে নিয়ে বিতর্কের যেন শেষে নেই। তাঁর অভিনয় নিয়ে প্রবল সমালোচনা হয় সব সময়ই। অনেক সমালোচকের মতে, বলিউড পরিবারের মেয়ে হওয়ার কারণেই অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। এবার নতুন বিতর্কে এ অভিনেত্রী, বোনের বিয়েতে সিগারেট খাওয়ার সময় ক্যামেরাবন্দী হয়ে পড়েছেন তোপের মুখে। 

শাকিবকে নিয়ে আবার মুখ খুললেন বুবলী

ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ তোলেন রহমত উল্লাহ। ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অন্যতম সহ প্রযোজক রহমত উল্লাহ, যা নিয়ে নানা আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে আবারও মুখ খুললেন শবনম বুবলী। সোমবার বিকেলে নিজের ফেসবুকে শাকিব খানকে নিয়ে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন তিনি।

মাটিতে পা ফেলছেন না অমিতাভ

বিপদ যেন কাটছেই না অমিতাভ বচ্চনের। কিছুদিন আগেই শুটিংয়ের সময় বুকের পাঁজরে আঘাত পেয়েছিলেন তিনি। বুকের পাঁজরের যন্ত্রণা থেকে মুক্তির আগেই পায়ের যন্ত্রণায় পরলেন অমিতাভ। মাটিতে পা ফেলতে পারছেন না তিনি। হাঁটাচলা করা প্রায় বন্ধ। নিজের ব্লগে অমিতাভ নিজেই এই সংবাদ দিয়েছেন।

 

অপারেশন অগ্নিপথ–অস্ট্রেলিয়া–কাণ্ড | সারা সপ্তাহের খবর

 

শিল্পীদের সম্মানী যাবে কল্যাণ তহবিলে

আহসান হাবীব নাসিম, রওনক হাসান, সাজু খাদেম, মাজুনন মিজান, প্রাণ রায়, নাজনীন চুমকি, ঊর্মিলা শ্রাবন্তী কর—তাঁরা সবাই অভিনয়শিল্পী সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য। এক নাটকে তাঁদের সবাইকে সচরাচর পাওয়া যায় না। আজ আমাদের ছুটি নাটকে পাওয়া যাবে তাঁদের। একটি মহৎ উদ্দেশ্য সাধন করতে এই নাটকে তাঁদের এক হওয়া। নাটক থেকে প্রাপ্য সম্মানী শিল্পী সংঘের কল্যাণ তহবিলে জমা হবে।

আরও দেখুনঃ

২ thoughts on “‘অপারেশন অগ্নিপথ’–অস্ট্রেলিয়া–কাণ্ড | সারা সপ্তাহের খবর”

Leave a Comment