অবন্তি বিশ্বাস (মঞ্চ নাম অপু বিশ্বাস) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন।
অপু বিশ্বাস

প্রাথমিক জীবন
অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই।
বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলতঃ নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে নাচের তালিম নেন। এসময়ে তিনি লাইলী মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম হন।
২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

চলচ্চিত্রের তালিকা
- কাল সকালে
- কোটি টাকার কাবিন
- চাচ্চু
- দাদীমা
- পিতার আসন
- কাবিননামা
- তোমার জন্য মরতে পারি
- স্বামীর সংসার
- কথা দাও সাথী হবে
- আমাদের ছোট সাহেব
- আমার জান আমার প্রাণ
- সন্তান আমার অহংকার
- তুমি স্বপ্ন তুমি সাধনা
- মনে প্রাণে আছ তুমি
- যদি বউ সাজোগো
- তুমি আমার প্রেম
- পিতা মাতার আমানত
- মন যেখানে হৃদয় সেখানে
- ভালোবাসার লাল গোলাপ
- মনে বড় কষ্ট
- জান আমার জান
- ও সাথী রে
- জন্ম তোমার জন্য
- বলনা কবুল
- মায়ের হাতে বেহেস্তের চাবি
- ভালোবাসা দিবি কিনা বল
- ভালোবাসলেই ঘর বাঁধা যায় না
- প্রেমে পড়েছি প্রিয়া
- নাম্বার ওয়ান শাকিব খান
- নিঃশ্বাস আমার তুমি
- চাচ্চু আমার চাচ্চু
- আমার বুকের মধ্যেখানে
- টপ হিরো
- টাকার চেয়ে প্রেম বড়
- হায় প্রেম হায় ভালোবাসা
- জনম জনমের প্রেম
- প্রেমিক পুরুষ
- জীবন মরণের সাথী
- তুমি আমার মনের মানুষ
- প্রেম মানে না বাধা
- মনের জ্বালা
- অন্তরে আছো তুমি
- কোটি টাকার প্রেম
- তোর কারণে বেচে আছি
- একবার বলো ভালোবাসি
- জান কোরবান
- মনের ঘরে বসত করে
- কিং খান
- আদরের জামাই
- এক মন এক প্রাণ
- দুর্ধর্ষ প্রেমিক
- জিদ্দি মামা
- বুক ফাটে তো মুখ ফোটে না
- মাই নেম ইজ খান
- প্রেমিক নাম্বার ওয়ান
- ভালোবাসা এক্সপ্রেস
- ডেয়ারিং লাভার
- হিরো: দ্যা সুপার স্টার
- হিটম্যান
- কঠিন প্রতিশোধ
- লাভ ম্যারেজ
- দুই পৃথিবী
- রাজাবাবু – দ্য পাওয়ার
- রাজা ৪২০
- সম্রাট: দ্য কিং ইজ হেয়ার
- রাজনীতি
- পাংকু জামাই
- প্রিয় কমলা
- শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২
- ঈশা খাঁ
- লাল শাড়ি
- ওপারে চন্দ্রাবতী
- ছায়াবৃক্ষ
- প্রেম প্রীতির বন্ধন

পুরস্কার ও মনোনয়ন
- মেরিল-প্রথম আলো পুরস্কার
- বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন পুরস্কার
- ইউরো-সিজেএফবি পারফর্মেন্স পুরস্কার
- গ্ল্যামার পুরস্কার
- ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার
- বাচসাস পুরস্কার
আরও দেখুনঃ

২ thoughts on “অপু বিশ্বাস । চলচ্চিত্র অভিনেত্রী”