অভিনেত্রী তৃণাকে নগ্ন ছবি প্রকাশের হুমকি

অভিনেত্রী তৃণাকে নগ্ন ছবি প্রকাশের হুমকি ,সম্প্রতি নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এর কাজ হাতে নিয়েছেন। এর মধ্যে নতুন ঝামেলায় জড়ালেন অভিনেত্রী তৃণা’ সাহা। অভিনেত্রী জানালেন, তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। হোয়াটসঅ্যাপে কারো নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাকে!

অভিনেত্রী তৃণাকে নগ্ন ছবি প্রকাশের হুমকি

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন তৃণা’ সাহা। গতকালই প্রকাশ্যে এসেছে, কিভাবে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব পেয়েছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং এরই মধ্যে এলো তৃণা’ সাহার এমন অভিযোগ।

তৃণা’ সাহা জানান, সকালে তিনি একটি ফোন পান, যেখানে বলা হয়- এক ব্যক্তি তাঁর নামে লোন নিয়েছে। ইমার্জেন্সি নম্বর হিসেবে তাঁর ফোন নম্বরও দেওয়া হয়। যার থেকে ১২ হাজার ৩৬৩ টাকা লোন নেওয়া হয়েছে। তাই টাকাটা অভিনেত্রীকে দিতে হবে। আর সেই টাকা ফেরত না দিলে লোন নেওয়া ব্যক্তির ‘নগ্ন ছবি’ ফেসবুকে আপলোড করা হবে।

তৃণা আরো জানান, তিনি জানেন না কিভাবে তাঁর ফোন নম্বর এভাবে ছড়িয়েছে। যে ব্যক্তি ফোন করেছে বা যে নামে লোন নেওয়া হয়েছে তাঁদেরকে চেনেনও না, নামও শোনেননি কোনোদিন। অভিনেত্রী আরো জানান, তিনি কখনোই চান না কারো নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করবেন তিনি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তৃণা জানান, “আপাতত এই নম্বরটা ব্লক করেছি। অভিযোগও করব। আমি জানি না কিভাবে আমার নাম-নম্বর ছড়াল। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন। প্রতারকদের থেকে দূরে থাকুন।”
বর্তমানে স্টার জলসার নতুন ধারাবাহিক বালিঝড়ের শুট করছেন তৃণা। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে কৌশিক রায় ও স্নেহাশিষ রায়কে। বিকেল ৬টার সময় চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে ধারাবাহিক। 

অভিনেত্রী তৃণাকে নগ্ন ছবি প্রকাশের হুমকি

 

এদিকে অভিনেত্রীর ডিভোর্সের খবরও ছড়িয়ে পড়েছে টলিউডে। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তৃণা-নীল। তবে বিয়ের বয়স দুই বছর গড়ানোর আগেই শোনা যাচ্ছে আলাদা হতে চলেছেন দুজন। বিবাহবার্ষিকীতেও একে-অপরের থেকে দূরে কাটিয়েছেন দুই তারকা। মরু শহর দুবাইয়ে ছিলেন নীল আর তৃণা কলকাতায়।আরও দেখুনঃ

১ thought on “অভিনেত্রী তৃণাকে নগ্ন ছবি প্রকাশের হুমকি”

Leave a Comment