বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মনে রাখেন না ‘ ফারজি ‘ অভিনেত্রী রাশি খান্না, মুক্তি পাচ্ছে সিরিজ ‘ওভারট্রাম্প’ , সুপারহিরো ‘শাজাম’, খোলামেলা পোশাকে নিপুণ, বিয়ে করছেন সজল, বাংলাদেশি দর্শকরা মজেছেন কোরিয়ান সিরিজে , বাংলাদেশের ৫০ বছরের নির্বাচিত চলচ্চিত্র নিয়ে উৎসব

প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মনে রাখেন না ‘ ফারজি ‘ অভিনেত্রী রাশি খান্না | সারা সপ্তাহের খবর
প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মনে রাখেন না ‘ ফারজি ‘ অভিনেত্রী রাশি খান্না
রাশি খান্না পাঞ্জাবি কন্যা দক্ষিণের জনপ্রিয় নায়িকা তিনি। ঝরঝরে তামিল, তেলেগু বলতে পারেন। সাক্ষাৎকারের শুরুতে এক গাল হেসে রাশি বলেন, ‘জানেন, হিন্দিতে কথা বলেই আমার বেড়ে ওঠা। কিন্তু এখন হিন্দি বলার সময় দক্ষিণি টান চলে আসে। বুঝুন কী অবস্থা। “ফরজি” করার আগে আমাকে নতুন করে হিন্দি শিখতে হয়েছে।’
দক্ষিণি নায়িকা বলেন যে ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও ১০ বছর এখানে টিকে থাকা তাঁর জন্য সবচেয়ে বড় ব্যাপার। আরও বলেন, ‘অনেকবার অডিশনের সময় বলা হয়েছে যে আমি দেখতে সুন্দর, কিন্তু বহিরাগত বলে আমাকে ছবিতে নেওয়া সম্ভব নয়। কারণ, ছবি যদি ফ্লপ হয়ে যায়। নির্বাচন যদি প্রতিভার জোরে হয়, তাহলে আমাদের মতো বহিরাগতদের সুযোগ দেওয়া উচিত। ১০ বছর ধরে এসব দেখছি। বহুবার প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছি। কিন্তু এসব মনে রাখিনি।’
মুক্তি পাচ্ছে সিরিজ ‘ওভারট্রাম্প’
সিরিজটি রাত আটটায় চরকিতে মুক্তি পাবে। সিরিজে সেলিম হয়ে আসছেন চঞ্চল চৌধুরী। চরকির ফেসবুকে পেজে ‘চারদিকে হেরফের, সেরের ওপর সোয়া সের’, ‘ট্রাম্পের ওপর ওভারট্রাম্প’, ‘এভাবেই একদিন আমি জীবনযুদ্ধে এগিয়ে যাব’, ‘ব্যয়বহুল জিনিস এমনিতেই সবাই এফোর্ড করতে পারে না ‘, ‘সব পজিটিভে একটু নেগেটিভ থাকলেও কোনো নেগেটিভে একটুও পজিটিভ থাকে না’—এমন সব ট্যাগলাইনে প্রচারণা ভিডিওগুলো ভক্তদের নজর কেড়েছে।

সুপারহিরো ‘শাজাম’
ডিসি কমিকসের আরেক সুপারহিরো এই শাজাম। ২০১৯ সালে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় এই সুপারহিরোকে। প্রথমবারেই দর্শকের মন জয় করে নিয়েছিল নতুন এই সুপারহিরো। সিকুয়েল নিয়ে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছে শাজাম। ১৭ মার্চ সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে ‘শাজাম! ফিউরি অব দ্য গডস’। অন্যান্য দেশের মতো একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
খোলামেলা পোশাকে নিপুণ
মঙ্গলবার দিনগত রাতে নিপুণ তার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন। যেখানে এই অভিনেত্রীকে পাওয়া গেছে ১৫-১৬ বছর বয়সী কিশোরীর রূপে। আর পোশাকও ছিল একটু খোলামেলা। এই ছবির ক্যাপশনে তিনি কিছু না লিখলেও, কমেন্টবক্সে চিত্রনায়ক ওমর সানী মন্তব্য করেছেন, ‘বুঝলাম না’। ‘জয় হো’ সিনেমার অভিনেতা মারা গেছেন
মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা সমীর খাখর। আজ বুধবার চিকিৎসাধীন অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। গতকাল দুপুরে অভিনেতার শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ৭১ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বিয়ে করছেন সজল
অভিনেতা আবদুন নূর সজলের সমসাময়িক প্রায় সবাই বিয়ে করে সংসারী। সজলকে প্রায়ই পরিবার ও সহকর্মীদের কাছে শুনতে হয়, কবে বিয়ে করবেন…। বিয়ে নিয়ে প্রায়ই খবরের শিরোনামও হয়েছেন তিনি। তবে বিয়ের প্রসঙ্গে উঠলেই হাসিমুখে চুপ থাকতেন এই তারকা। শুধু বলতেন, ‘ব্যক্তিগত বিষয় থাক।’ সেই সজল এবার নিজেই জানালেন তিনি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।
বাংলাদেশি দর্শকরা মজেছেন কোরিয়ান সিরিজে
দক্ষিণ কোরিয়ার আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’র দ্বিতীয় মৌসুম মুক্তির পরপরই ঝড় তুলেছে বিশ্বজুড়ে; যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। মুক্তির চার দিনের মাথায় সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে (সিরিজ) শীর্ষে উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ।

বাংলাদেশের ৫০ বছরের নির্বাচিত চলচ্চিত্র নিয়ে উৎসব
বাংলাদেশের স্বাধীনতার পর গত পাঁচ দশকে নির্মিত কাহিনি চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য বাছাই করে ‘বাংলাদেশের ৫০ বছরের শ্রেষ্ঠ নির্বাচিত চলচ্চিত্র উৎসব’ করবে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনের ৬০ বছর ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠন ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে নানা আয়োজনের অংশ হিসেবে উৎসবটি করা হবে।
আরও দেখুনঃ

১ thought on “প্রত্যাখ্যাত হওয়ার ঘটনা মনে রাখেন না ‘ ফারজি ‘ অভিনেত্রী রাশি খান্না | সারা সপ্তাহের খবর”