আইরিন সুলতানা । মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী

আইরিন সুলতানা হলেন বাংলাদেশের একজন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পাবার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র‍্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, দেবাশীষ বিশ্বাস পরিচালিত ভালোবাসা জিন্দাবাদ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

আইরিন সুলতানা

 

 

আইরিন সুলতানার ক্যারিয়ার

চলচ্চিত্র

বছরচলচ্চিত্রচরিত্রপরিচালক
২০১৩ভালোবাসা জিন্দাবাদমেঘাদেবাশীস বিশ্বাস
২০১৪টাইম মেশিনসাইমন জাহান
২০১৪এই তুমিই সেই তুমিগাজিয়ুর রহমান
২০১৫ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগলজুলিসাইফ চন্দন
২০১৫ইউ-টার্নঅনুশকাআলভী আহমেদ
২০১৬এক পৃথিবী প্রেমআলোএস এ হক অলিক
২০১৭মায়াবিনীপ্রিয়াআকাশ আচার্য
২০১৭ডেড অফ এ পয়েটমৃত্যুআবু সাঈদ
২০১৭শেষ কথাবাণীসৈয়দ ওয়াহিদুজ্জামান
২০১৯আকাশ মহলবীণাদেলোয়ার জাহান ঝন্টু
২০১৯পদ্মার প্রেমপদ্মাহারুন-উজ-জামান
২০২১গন্তব্যঘোষিত হবেঅরণ্য পলাশ
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

টেলিভিশন

১. মেগা সিরিয়ালঃ “ম্যানপাওয়ার”
  • চ্যানেলঃ আর টিভি (সমাপ্ত)
  • চরিত্র: প্রধান
  • পরিচালকঃ আশুতোশ সুজন
  • ছবিয়াল
২. মেগা সিরিয়ালঃ “পৌষ ফাগুনের পালা
  • চ্যানেলঃ এটিএন বাংলা (মঙ্গলবার এবং বুধবার, রাত ৯.২০)
  • পরিচালকঃ আফসানা মিমি
  • কৃষ্ণচূড়া প্রোডাকশন

 

Glive24.com, Logo, 252x68 px White

 

৩. একক নাটকঃ অনুভবে ভালবাসা
  • চরিত্রঃ প্রধান
  • পরিচালকঃ এ.বি. সোহেল
  • গামছা প্রোডাকশন
৪. একক নাটকঃ ভালোবাসা ও একটি কাপ্লনিক কাহিনী
  • পরিচালকঃ আহমেদ সুস্ময়
ওয়েব ধারাবাহিক
  • ট্র্যাপড
  • ধোঁকাছুরি

 

আইরিন সুলতানা । মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী

 

পুরস্কার

  • প্যান্টিং ইউ গট লুক ২০০৮ প্রতিযোগিতায় “সেরা হাসি” টাইটেল বিজয়ী
  • চতুর্থ রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট জানুয়ারি ২০১১
  • পঞ্চম রানার-আপ, বেল মডেলস ইন্টারনেট বিউটি কনটেস্ট ডিসেম্বর ২০০৯
  • ২০১৩ বায়োস্কোপ বর্ষ-সেরা
  • ২০১৩ বিনোদন-ধারা পারফরমেন্স অ্যাওয়ার্ড

আরও দেখুনঃ

1 thought on “আইরিন সুলতানা । মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী”

Leave a Comment