সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আগামী সংসদ নির্বাচনেও অংশ নেব। এ কারণে অভিনয়ের পাশাপাশি আমি নিয়মিত রাজনৈতিক মাঠেও কাজ করছি।রোববার (৪ জুন) বিকেলে টাঙ্গাইলে রাজ্য সিনেপ্লেক্সে ‘টোকাই সিনেমা’ দেখতে গিয়ে সাংবাদিককের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন তিনি।
আগামী সংসদ নির্বাচনেও অংশ নেব : হিরো আলম
হিরো আলম বলেন, আগামীতে আমার আরও ৪টি সিনেমা মুক্তি পাবে। সিনেমার কাজ প্রায় শেষ হয়েছে। এসব সিনেমা যেকোনো সময় ধারাবাহিকভাবে মুক্তি পাবে।

টোকাই সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, আমিও এক সময় টোকাই ছিলাম। এ সিনেমার মাধ্যমে আমার জীবনের একটি অংশকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। দর্শকরা সিনেমাটি দেখার পর হল থেকে বের হয়ে কোনো নেতিবাচক কথা বলেনি। কেউ এমনটাও বলেনি যে, হিরো আলম ভালো সিনেমা বানাতে পারেনি।

তিনি আরও বলেন, দর্শকরা একই কথা বলেছে, হিরো আলম আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে। সিনেমাটি দেখার পর ভালো লেগেছে। সাধারণত একজন টোকাইয়ের যে দুঃখ-কষ্ট, সেসব এ সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।

আরও দেখুনঃ
