আমি নির্দোষ, অর্থ প্রতারণার মামলায় আমিশা প্যাটেল

আমি নির্দোষ, অর্থ প্রতারণার মামলায় আমিশা প্যাটেল।‘গদর-২’ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর বড়পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন অভিনেত্রী আমিশা প্যাটেল। কিন্তু সিনেমাটি মুক্তির আগে একদমই ভালো সময় যাচ্ছে না তার। পাঁচ বছরের পুরনো আড়াই কোটি টাকা প্রতারণার মামলায় বিপদে ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার নায়িকা।

জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় (২০১৮) অভিনেত্রী ও তার বিজনেস পার্টনার ক্রুনালের বিরুদ্ধে রাঁচির সিভিল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল গত এপ্রিলে। সেই অনুযায়ী গত মাসে আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পণ করেন অভিনেত্রী। পরে অবশ্য জামিনে মুক্তিও পান আমিশা।

আমি নির্দোষ, অর্থ প্রতারণার মামলায় আমিশা প্যাটেল

সম্প্রতি এই মামলায় ফের ঝাড়খণ্ডের আদালতে হাজিরা দিলেন বলি নায়িকা। আদালতে শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, আমিশা ও তার সহকর্মী ক্রুনালের বিরুদ্ধে অর্থ প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন প্রয়োজক অজয় কুমার সিং। অভিযোগ, ২০১৮ সালে আমিশার সঙ্গে আলাপ হয় একটি সিনেমা নির্মাণের ব্যাপারে। অভিনেত্রীকে তিনি আড়াই কোটি টাকাও দেন। কিন্তু সময় পার হলেও ওই প্রোজেক্টের কাজ শুরু করা হয়নি।

 

আমি নির্দোষ, অর্থ প্রতারণার মামলায় আমিশা প্যাটেল

 

অজয় কুমার এরপর টাকা ফেরত চান। তখন আড়াই কোটির পরিবর্তে তিন কোটির একটি চেক দেন। সেই চেক বাউন্স করে। এরপরই পুলিশের কাছে যান প্রযোজক অজয়। ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০ ধারায় আমিশা ও ক্রুনালের বিরুদ্ধে মামলা করেন। এর আগে ২০২১ সালে আমিশা ৩২ লাখ ২৫ হাজার টাকার একটি চেক বাউন্সের মামলায় শিরোনামে জায়গা করে নিয়েছিলেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গত ২১ জুন এ মামলায় আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও ওই দিন হাজির হতে পারেননি অভিনেত্রী। এ নিয়ে কয়েকদিন আগে  এক সাক্ষাৎকারে আমিশা বলেন, আমার আইনের প্রতি আস্থা আছে। আইন যা সিদ্ধান্ত নেয়ার নেবে। তবে এটা দুর্ভাগ্যজনক যে আমার নীরবতার পেছনে অন্য অর্থ খুঁজে বেড়াচ্ছেন অজয়। আমাকে নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে আলোচনায় আসতে চাইছেন তিনি। সহজেই নিজের প্রচারণা করে যাচ্ছেন।

 

আমি নির্দোষ, অর্থ প্রতারণার মামলায় আমিশা প্যাটেল

 

প্রসঙ্গত, আগামী ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘গদর-২’ সিনেমা। ‘গদর’ সিনেমার এই সিক্যুয়েলে আবারও একসঙ্গে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।

আরও দেখুনঃ

Leave a Comment