তরুণী ইউটিউবার মারা গেলেন ২২ বছর বয়সে

তরুণী ইউটিউবার মারা গেলেন ২২ বছর বয়সে। জনপ্রিয় ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অ্যানাবেলে হাম। অনলাইন প্লাটফর্মে নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত, বিশেষ করে শিক্ষা জীবনের মুহূর্তগুলো তুলে ধরতেন এই তরুণী। মৃগী রোগে আক্রান্ত এই তারকার মৃত্যুতে শোকস্তব্ধ নেটিজেনরা।

শনিবার অ্যানাবেলের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে সেটি নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অ্যানাবেলে। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী শনিবার মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

 

তরুণী ইউটিউবার মারা গেলেন ২২ বছর বয়সে

তরুণী ইউটিউবার মারা গেলেন ২২ বছর বয়সে

সোমবার বোন অ্যামেলিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক পোস্টে অ্যানাবেলের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লেখেন, আমি মাঝে মাঝে বুঝে উঠতে পারি না কেন এমন করেন ভগবান। আমি ভাষায় প্রকাশ করতে পারব না, এটা কতটা কঠিন। তুমি কখনোই ভাবতে পারবে না তোমার সঙ্গে এমন কিছু হতে পারে, যতক্ষণ না পর্যন্ত ঘটবে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এছাড়া অ্যানাবেলের পরিবারে পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, মৃগী রোগে আক্রান্তের উপসর্গ দেখা দিয়েছিল অ্যানাবেলের শরীরে। তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। দীর্ঘদিন ধরেই এই রোগে আক্রান্ত ছিল অ্যানাবেলে।

 

তরুণী ইউটিউবার মারা গেলেন ২২ বছর বয়সে

 

মার্কিন এই তরুণীর ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল ৭৭ হাজার এবং ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছিল এক লক্ষাধিক। টিকটকেও ছিল সমান জনপ্রিয়তা। এসব মাধ্যমে ফলোয়ারদের তিনি নিয়মিত ফিটনেস ও বিউটি টিপস দিতেন।

আরও দেখুনঃ

Leave a Comment