ইসিতে আপিল করছি, না হলে হাইকোর্টে যাবো: হিরো আলম

ইসিতে আপিল করছি, না হলে হাইকোর্টে যাবো: হিরো আলম। আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম তার মনোনয়নপত্র ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করছেন। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চ্যানেল 24-কে এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি।হিরো আলম বলেন, ‘এখন নির্বাচন কমিশন অফিসে আছি। আপিল করব। এখন থেকে জানাতে বোধয় দুই-একদিন, তারা যদি মনোনয়নপত্র ফিরে না দেয় তাহলে বুধবার বা বৃহস্পতিবার হাইকোর্টে যাবো।’

 

ইসিতে আপিল করছি, না হলে হাইকোর্টে যাবো: হিরো আলম

 

ইসিতে আপিল করছি, না হলে হাইকোর্টে যাবো: হিরো আলম

এর আগে রোববার এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান। এদিন আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়ন বাছাই শেষে এ তথ্য জানান তিনি।মুনীর হোসাইন খান জানান, ১৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। এর মধ্যে বাছাইয়ে সাত জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাকি আটজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে এদিন মনোনয়নপত্র বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমার জনপ্রিয়তাকে ভয় যদি নাহি পাবে তাহলে বার বার আমার প্রার্থিতা বাতিল কেন করা হয়। বারবার কেন আমাকে হ্যারেজমেন্ট করা হইলো। ভোটে পাশ করলেও কেন আমাকে ক্ষমতায় বসানো হয় না। প্রতিবার আমার প্রার্থিতা বাতিল করছে।

 

ইসিতে আপিল করছি, না হলে হাইকোর্টে যাবো: হিরো আলম

 

আরও দেখুনঃ

Leave a Comment