ঈদুল আযহায় মুক্তির জন্য প্রস্তুত প্রায় এক ডজন ছবি

ঈদুল আযহায় মুক্তির জন্য প্রস্তুত প্রায় এক ডজন ছবি। ঈদ এলেই নির্মাতারা ছবি মুক্তির জন্য হুমড়ি খেয়ে পড়েন। প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কে ছবি মুক্তি দেবেন। গেল ঈদে ৮টি ছবি মুক্তি পেয়েছে। সীমিত সংখ্যক সিনেমা হলে এতোগুলো ছবি মুক্তি পাওয়ায় কোন ছবিটি ভালো চলেছে, আর কোনটি খারাপ চলেছে তা এক কথায় বলা যাচ্ছে না। কোনো কোনো প্রযোজক সিনেমা হল না পেয়ে কমিউনিটি সেন্টারেও ছবি মুক্তি দিয়েছেন।

 

ঈদুল আযহায় মুক্তির জন্য প্রস্তুত প্রায় এক ডজন ছবি

এভাবে ছবিগুলোর বাণিজ্যিক সম্ভাবনাকে গলা টিপে হত্যা করা হয়েছে। দ্বিতীয় সপ্তাহে এসে এই ৮টি ছবির কোনোটির সিনেমা হল সংখ্যা একেবারেই কমে গেছে, আবার কোনো কোনোটির প্রদর্শনী ক্ষেত্র বিস্তার লাভ করেছে। ছবি মুক্তির এমন অনিশ্চয়তার মধ্যেও নির্মাতারা লগ্নী ফেরত আনার কথা ভাবছেন না। তাদের একটাই ভাবনা কীভাবে তাদের ছবিটি মুক্তি দেওয়া যায়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আগামী ঈদুল আযহায়ও মুক্তির তালিকায় অনেকগুলো ছবি রয়েছে। কোনটি মুক্তি পাবে আর কোনটি মুক্তি পাবে না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মুক্তির তালিকায় রয়েছে

  • ‘নেত্রী: দ্যা লিডার’,
  • ‘ডেঞ্জার জোন’,
  • ‘প্রিয়তমা’,
  • ‘রিভেঞ্জ’, ‘
  • সুড়ঙ্গ’, ‘
  • অন্তর্জাল’,
  • ‘ক্যাসিনো’,
  • ‘এমআর ৯’,
  • ‘লাল শাড়ি’
  • ‘প্রহেলিকা’।

এই সম্ভাব্য তালিকার বাইরেও কিছু ছবি রয়েছে, যা যে কোনো সময় মুক্তির ঘোষণা দিতে পারে।

 

Glive24.com, Logo, 512x512

 

উল্লিখিত তালিকায় বেশ কয়েকটি ছবি রয়েছে, যা অত্যন্ত ব্যয়বহুল। নেত্রী: দ্যা লিডার এবং এমআর ৯ সহ আরো কিছু নির্মাণ করতে একাধিক কোটি টাকা ব্যয় হয়েছে। এই লগ্নী বাজার থেকে তুলে আনার মতো কোনো পরিস্থিতি নেই। একজন নির্মাতা বলেন, ‘আমরা সব সময়ই আত্মঘাতী যুদ্ধে লিপ্ত।’ তবে উল্লেখ করার বিষয় হলো, করোনা মহামারির পর এই প্রথম গত ঈদ থেকেই  ছবি দেখার জন্য দর্শকের মধ্যে একটা সাড়া পড়েছে। বেশি দাম দিয়ে টিকিট কিনেও সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য দর্শক ভীড় দেখে স্পষ্টতই বুঝা যায় যে, দর্শক সুন্দর পরিবেশে বসে বিনোদন উপভোগ করতে চায়। প্রদর্শকদের এ কথাটিই মনে রাখতে হবে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোর পরিবেশ উন্নত করা না গেলে প্রত্যাশিত দর্শক পাওয়া যাবে না সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুনঃ

২ thoughts on “ঈদুল আযহায় মুক্তির জন্য প্রস্তুত প্রায় এক ডজন ছবি”

Leave a Comment