পোশাকের জন্যে নিজেই ক্ষমা চাইলেন উরফি

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় ভারতে সবচেয়ে বড় টেলিভিশন রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা উরফি জাভেদ। তবে এবার পোশাকের জন্যেই নিজেই ক্ষমা চাইলেন উরফি , সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা তার ‘অদ্ভূত ‘ফ্যাশন’-এর ছবি-ভিডিও তাকে অনন্য পরিচিতি দিয়েছে।

পোশাকের জন্যে নিজেই ক্ষমা চাইলেন উরফি

নিজের বোল্ড স্টাইলের জন্য বারবার বিতর্কের কেন্দ্রে আসেন উরফি, তবে কোনো বিতর্ক বা ট্রোলকে পাত্তা দেন না তিনি। কিন্তু তারই কণ্ঠে ভিন্ন সুর। এবার পোশাকের জন্যই ক্ষমা চাইলেন উরফি। ঘোষণা করলেন, এমন কোনো পোশাক আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়।

পোশাকের জন্যেই নিজেই ক্ষমা চাইলেন উরফি
উরফি জাভেদ

 

এ নিয়ে শুক্রবার এক টুইটে উরফি লেখেন, ‘আমি যা পরেছি, তা পরিধান করে সবার অনুভূতিতে আঘাত করার জন্য আমি ক্ষমাপ্রার্থী।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এখন থেকে আপনারা বদলে যাওয়া উরফিকে দেখতে পাবেন। জামাকাপড় পরিবর্তন করছি। মাফি (ক্ষমা)।’উরফির এই পোস্ট দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনদেন একাংশ।

 

মদ্যপ চালকের খপ্পরে পড়লেন উরফি জাভেদ!
উরফি জাভেদ

 

হঠাৎ কী হল তার?এর আগে ছকভাঙা পোশাকের কারণে হুমকি, এফআইআরসহ অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়েছে তাকে। দিন কয়েক আগেও যিনি নিজের পোশাক নিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছেন নিন্দকদের, তারই এমন সুরবদলে কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে।

আরও দেখুনঃ

১ thought on “পোশাকের জন্যে নিজেই ক্ষমা চাইলেন উরফি”

Leave a Comment