সফল হওয়ার পরও খুব একা লাগে : শাহরুখ খান

সফল হওয়ার পরও খুব একা লাগে : শাহরুখ খান। বলিউড ইন্ডাস্ট্রির ‘প্রভাবশালী এবং অনেক ব্যবসা সফল সিনেমার অভিনেতা শাহরুখ খান। ইন্ডাস্ট্রির বাদশা হলেও ব্যক্তিজীবনে খুবই সাধারণ মানুষ তিনি। মনের দিক থেকেও মাটির মানুষ। এ কারণে যখনই সুযোগ পান তখনই মন খোলে কতা বলেন এ তারকা।সম্প্রতি এ অভিনেতা এক সাক্ষাৎকারে বলেন, সবদিক থেকে সফল আমি। এরপরও মাঝে মাঝে নিজেকে খুব একা লাগে। দুঃখ হয়। চোখ দিয়ে পানি আসে।

কিন্তু হঠাৎ করেই কেন এ কথা বললেন বলি তারকা? এ প্রশ্ন উঠা স্বাভাবিক। তবে এর কারণও জানিয়েছেন তিনি। তাকে সিনেমার বাইরে অনেক অনুষ্ঠানের মঞ্চে উঠতে হয় তাকে। আর মঞ্চের সেই অভিজ্ঞতার কথাই ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গে শেয়ার করলেন নায়ক।

 

সফল হওয়ার পরও খুব একা লাগে : শাহরুখ খান

সফল হওয়ার পরও খুব একা লাগে : শাহরুখ খান

শাহরুখ খান বলেন, মঞ্চের দিকে যখনই হেঁটে যাই তখনই অনেক কথা মনে পড়ে। মা-বাবার কথা। আমি ভাবতে থাকি, তারা যদি এখন থাকতেন, অনেক ইমোশনাল হয়ে পড়ি। সেই সময় নিজেকে খুব একা লাগে। আবার হঠাৎ করেই দর্শকের উল্লাস কানে আসে। আমার জন্য ফুল আসছে। তখনই আবার বদলে যায় মন। আমি তো কিং খান।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

অভিনেতার ভাষ্যমতে, আমি যখনই একাবোধ করি তখন জীবনের ভালো সময়ের কথাগুলো বারবার মনে করতে থাকি। তবে এক্ষেত্রে কখনোই স্টারডমকে মনে রাখি না।প্রসঙ্গত, ২০২১ সালের ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয় শাহরুখপুত্র আরিয়ান খানকে। পরদিন অর্থাৎ ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় তাকে। টানা ২৬ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তারকাপুত্র।

 

সফল হওয়ার পরও খুব একা লাগে : শাহরুখ খান

 

শোনা যায়, শাহরুখ খান সেই সময় অনেকটাই ভেঙে পড়েছিলেন। শুটিংয়ের কাজ রেখে বাড়িতে আইনজীবীদের সঙ্গে রাতের পর রাত সময় কাটিয়েছেন। ছেলের জন্য মন খারাপ ছিল তার।

আরও দেখুনঃ

Leave a Comment