রমজান উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন হিরো আলম

রমজান উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন হিরো আলম , আলোচিত অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম এবার মাহে রমজান উপলক্ষে নিয়ে আসছেন তার গাওয়া একটি ইসলামী গান।‘এলো মুক্তির পয়গাম নিয়ে মাহে রমজান/ রমজান এলো রমজান, এলো মাহে রমজান’; এমন কথার গানটি লিখেছেন আব্বুল কাদের হাওলাদার। সুর করেছেন হিরো আলম নিজেই।

রমজান উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন হিরো আলম

রমজান উপলক্ষে নতুন গান নিয়ে আসছেন হিরো আলম

গানটি নিয়ে হিরো আলম বলেন, ‘আগে তো বিভিন্ন রকমের গান গেয়েছি। এবার একেবারেই ব্যতিক্রম ধরণের একটা গান গেয়েছি। রমজান উপলক্ষে আমি একটা ইসলামী গান নিয়ে আসছি।’ইতোমধ্যে নানা ভাষায় গান করেছেন তিনি। সেসব শুনে অনেকেই কটাক্ষ করেছেন। তবে হিরো আলমের দাবি এবারের গানটি শুনে আশা করছি কেউ কটাক্ষ করবেন না।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

তিনি বলেন, ‘দেখেন আমি তো শিল্পী না, কিন্তু বিভিন্ন রকমের গান গেয়েছি। চেষ্টা করছি ভালো কিছু উপহার দেয়ার জন্য। অতীতে অনেক গান শুনেছেন আপনারা। এবার একটু ব্যতিক্রম কিছু নিয়ে আসছি। আশা রাখছি এই গানটা কেউ ট্রল করার সাহস পাবে না।’গানটি রোজা শুরুর দুই একদিন আগে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে জানিয়ে হিরো আলম বলেন, ‘রেকর্ড শেষ হয়েছে। এখন মিউজিক ভিডিওর কাজ চলছে। ইসলামী সাজ পোশাকেই এর ভিডিও বানাবো আমরা।’

 

এবার মাঠে নামছেন হিরো আলম

 

আরও দেখুনঃ

Leave a Comment