চলচ্চিত্র শিল্পের জন্য আমরা ১ হাজার কোটি টাকার ফান্ড করছি , রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এর আসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমরা সরকারে আসার পর চলচ্চিত্র শিল্পের উন্নতি করেছিলাম। সেই সময় ক্যামেরা ছিলো না তেমন । আমাদের সিনেমা হলগুলো অত্যন্ত পুরোনো।
সেগুলোকে পুনর্নিমাণের জন্য ও চলচ্চিত্রের কলাকুশলিসহ সকল শিল্পের জন্য ১ হাজার কোটি টাকা বাজেরটের ব্যবস্থা করছি। আমরা চাই মানুষ সিনেমা হলমুখি হউক।
চলচ্চিত্র শিল্পের জন্য আমরা ১ হাজার কোটি টাকার ফান্ড করছি: প্রধানমন্ত্রী
বিশেষ অতিথি হিসেবে আছেন হাসানুল হক ইনু (এমপি), এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের তারকারা। এবার অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছেন চিত্রতারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরও পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ধনধান্যে পুষ্পে ভরা, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পিচ ঢালা এ পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোছ না, কী জাদু করিলাসহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা।

এ ছাড়া মঞ্চে গাইবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। প্রসঙ্গত, ২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

আরও দেখুনঃ