আবেদনময়ী তামান্না ভাটিয়া !

দীর্ঘ ১৮ বছরের নিয়ম ভেঙে চুমু ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা তামান্না এখন দর্শক মাতাচ্ছেন আইটেম গানেও।

আবেদনময়ী তামান্না ভাটিয়া !

গত বছর অ্যামাজন প্রাইমের সিরিজ ‘জি করদা’তে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে সবাইকে চমকে দেন তামান্না। এমনকি সেই সিরিজের একটি দৃশ্যে তাকে ‘টপলেস’ হতেও দেখা গেছে। চেনা তামান্নার এমন অচেনা রূপ দেখে চমকে যান তার ভক্তরা।

আবেদনময়ী তামান্না ভাটিয়া !

‘জি করদা’র পর মুক্তি পাওয়া নেটফ্লিক্সের অ্যানথোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ সুজয় ঘোষের পর্বটিতেও বাস্তব জীবনের প্রেমিক বিজয় ভার্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় তামান্নাকে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

শেষবার তামান্নাকে দেখা গেছে হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’-এর আইটেম গান ‘আজ কি রাত’-এ। এ গানেও তামান্নার আবেদনময় রূপ অন্তর্জালে ঝড় তুলেছে।

 

আবেদনময়ী তামান্না ভাটিয়া !

আরও দেখুনঃ

Leave a Comment