দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে

দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে। পর্দায় কিংবা বাস্তবজীবনে খোলামেলা চলাফেরা খুবই স্বাভাবিক তারকাদের কাছে। কিন্তু এবার এই খোলামেলা পোশাকের কারণেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। যা কল্পনাও করতে পারেননি বলে জানিয়েছেন তিনি।সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য দুবাই পৌঁছেছেন বলি তারকা। সেখানেই ঘটেছে সমস্যা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একঝাঁক ভক্তদের মাঝখানে দিশা। সেখানে ভিড় এতটাই যে দিশা অস্বস্তিতে পড়ে যান।

 

 

দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে

 

দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে

ভারতীয় এক সংবাদ মাধ্যম এর খবরের তথ্য অনুযায়ী, অভিনেত্রী ভক্তদের মাঝে থাকা অবস্থায় কেউ কেউ তার গায়ে হাত দিতে শুরু করেন। আর খোলামেলা পোশাক থাকার কারণে খুবই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন দিশা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

স্বাভাবিকভাবে এ অভিনেত্রী ভালো ব্যবহার করে থাকেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে। কিন্তু এবার বাধ্য হয়েই বিরক্ত হলেন। কেননা, নারী শরীরে হাত দেয়ার বিষয়টি নারীকে হেনস্তা ছাড়া কিছুই নয়।সস্প্রতি এ অভিনেত্রীকে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমায় দেখা গিয়েছিল। বক্স অফিসে সিনেমাটি হিট না করলেও প্রশংসিত হয় বেশ। এছাড়া তাকে মৌনী রায়ের সঙ্গে প্রি বার্থডে সেলিব্রেশন করতে দেখা যায়।

 

 

দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে

 

 

দিশার হাতে বর্তমানে কয়েকটি দক্ষিণী সিনেমা রয়েছে। সেসব কাজ নিয়েই ব্যস্ত তিনি। তবে দুবাইয়ের বিব্রতকর পরিস্থিতির ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী।
আরও দেখুনঃ

২ thoughts on “দিশা পাটানির বিব্রতকর অবস্থায় পড়লেন ভক্তদের আচরণে”

Leave a Comment