নব্বই দশকের ঝড় তুলেছিলেন শাবনাজ: আজ তার জন্মদিন

নব্বই দশকে চলচ্চিত্র জগতে ভিন্ন ধারার জনপ্রিয়তা নিয়ে সমাদৃত অভিনেত্রী শাবনাজ। শাবানা, ববিতা, রোজিনা, সুনেত্রা, দিতি, সুচরিতা, চম্পাদের মতো নামিদামি তারকাদের মধ্যে তিনি তারুণ্যের নতুন আলো এনেছিলেন। আজ ২৯ অক্টোবর এই গুণী অভিনেত্রীর জন্মদিন।

দর্শকদের কাছে ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়।

শাবনাজের বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন। তিনি ব্যক্তিগতভাবে পরিচালক আজিজুর রহমানের সঙ্গে পরিচিত ছিলেন। আজিজুর রহমানের মাধ্যমে পরিচালক এহতেশামের মাধ্যমে শাবনাজ রূপালি পর্দায় পা রাখেন।

চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে। পরিচালক এহতেশামের হাত ধরে তিনি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নাঈমের সঙ্গে বড় পর্দায় অভিষিক্ত হন। নব্বই দশকে এ জুটি দর্শকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখত।

শাবনাজ-নাঈম জুটির অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে: ‘জিদ’, ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’, ‘বিষের বাঁশি’, ‘সোনিয়া’, ‘টাকার অহংকার’, ‘সাক্ষাৎ’ এবং ‘ঘরে ঘরে যুদ্ধ’।

এই জুটির চলচ্চিত্র শুধু ব্যবসায়িকভাবে সফলই হয়নি, তাদের সিনেমার বেশিরভাগ গানও দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে ‘কাল কেন আসনি’ গানটি এখনও দর্শকদের মধ্যে সমানভাবে প্রিয়।

ঢাকাই ছবিতে এ জুটির জনপ্রিয়তার অন্যতম কারণ ছিল দর্শকরা একই মুখ বারবার দেখতে দেখতে একগুয়েমি অনুভব করা। শাবনাজ-নাঈম জুটি সেই একগুয়েমি দূর করে দর্শকের মনে নতুন সজীবতা আনতেন।

রূপালি পর্দায় শীর্ষ জনপ্রিয়তার সময়ই ১৯৯৪ সালে শাবনাজ নাঈমের সঙ্গে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রূপালি পর্দার এই ঝড় তুলত চমকপ্রদ জুটি ব্যক্তিগত জীবিতেও সুখী দম্পতি হিসেবে পরিচিত। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে।

২০০১ সালে আজিজুর রহমান পরিচালিত ‘ঘরে ঘরে যুদ্ধ’ ছবিতে এই দম্পতিকে অভিনয় করতে দেখা গেছে। এরপর দীর্ঘ ছয় বছর পর, ২০০৭ সালে আবারও ওই পরিচালকের ‘ডাক্তার বাড়ী’ চলচ্চিত্রে তিনি উপস্থিত হন। সর্বশেষ আফজাল হোসেনের বিপরীতে একটি প্যাকেজ নাটকে অভিনয় করতে দেখা গেছে এই গুণী শিল্পীকে।

Leave a Comment