বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ভারতীয় গান ‘নাটু নাটু’ পেল ‘সেরা মৌলিক গান’, অস্কারে সেরা সিনেমার পুরস্কার কার?, সেরা আন্তর্জাতিক সিনেমা নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ভারতীয় তথ্যচিত্র ও পেয়েছে অস্কার !, ফিল্মফেয়ারে সকলের নজর জয়ার উপর, সাদা কালোয় ভূমি, ফ্লোরেন্স পিউয়ের আছে মার্ভেলে, আছেন কম বাজেটেও , অস্কারে আন্তর্জাতিক সিনেমা কেড়ে নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’

ভারতীয় গান ‘নাটু নাটু’ পেল ‘সেরা মৌলিক গান’ | সারা সপ্তাহের খবর
ভারতীয় গান ‘নাটু নাটু’ পেল ‘সেরা মৌলিক গান’
১৪ বছর পর দ্বিতীয় ভারতীয় গান ‘নাটু নাটু’ নিয়ে গেল ‘সেরা মৌলিক গান’এর অ্যাওয়ার্ড। গানের জন্য অস্কার উঠেছে দুই শিল্পীর হাতে, এমএম কিরাবানি ও চন্দ্রবোস। অস্কারের ইতিহাসে ভারতীয় নাম আসলো আবার ।
অস্কারে সেরা সিনেমার পুরস্কার কার?
৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসরের সেরা সিনেমা হিসেবে ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস’-এর নাম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় আজ সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৫তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়।
সেরা আন্তর্জাতিক সিনেমা নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।
ভারতীয় তথ্যচিত্র ও পেয়েছে অস্কার !
৯৫তম অস্কারের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ভারতীয় -তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’। নির্মাতা কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুণীত মঙ্গা, তারাই গ্রহণ করেছে পুরস্কার ।

ফিল্মফেয়ারে সকলের নজর জয়ার উপর
শুক্রবার সন্ধ্যায় কলকাতায় বসে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জমকালো আসর। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২’ প্রদান করা হয়েছে। নাচেগানে মুখর ছিল এই অনুষ্ঠান। তৃতীয়বারের মতো এবারের আয়োজনে নজর কেড়েছেন জয়া আহসান। তিনি ‘ঝরা পালক’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি। তিনি গত তিনটি আসরেই সেরা অভিনেত্রী হিসেবে এই পদক জয় করেছেন।
সাদা কালোয় ভূমি
বলিউড নায়িকা ভূমি পেড়নেকর। সাদা-কালো ছবিতে সম্পূর্ণ নতুন রূপে তিনি। ‘ভিড়’ ছবিতে একদম সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি। ২০২০ সালের করোনার বিধিনিষেধে মানুষের অসহয়তার কাহিনি নিয়ে ছবিটি তৈরি করেছেন অনুভব সিনহা। অনুভবের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি ভূমি। ছবিটি প্রসঙ্গে ভূমি বলেছেন, ‘“ভিড়” এমন এক কাহিনি, যার সম্পর্কে বলা জরুরি ছিল।
ফ্লোরেন্স পিউয়ের আছে মার্ভেলে, আছেন কম বাজেটেও
অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী টোটাল ফিল্ম-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি।

অস্কারে আন্তর্জাতিক সিনেমা কেড়ে নিল ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
অস্কারের ৯৫তম আসরে সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমার পুরস্কার পেয়েছে জার্মান সিনেমা ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে এ পুরস্কার ঘোষণা করা হয়। নেটফ্লিক্সে মুক্তির পরই ঝড় তোলে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের একই নামের উপন্যাস থেকে তৈরি হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’।
আরও দেখুনঃ