তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা

তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা , গলায় লক্ষ্মী লকেট ঝুলিয়ে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। হিন্দু দেবীকে ফ্যাশনের সঙ্গে যুক্ত করায় সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নিন্দার ঝড় বইছে।ব্যাপারটা একটু খুলে বলা যাক। সম্প্রতি এক ফ্যাশন শোয়ে অংশ নিয়েছিলেন তাপসী। সেখানেই তাকে দেখা গেল লাল রঙের গাউনে। গাউনটি একেবারে ডিপ নেক। স্পষ্ট হয়েছিল তার ক্লিভেজ। আর ক্লিভেজের মাঝে ঝুলছিল একটি সোনালি হার। যার লকেটে মা লক্ষ্মীর মূর্তি। ব্যস, তাপসীর এমন ছবি দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনদের একাংশ।

 

তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা

তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা

নেটিজেনরা তাপসীকে কটাক্ষ করে বলেন, শরীর দেখাতে চাইছেন, দেখান। সঙ্গে আমাদের লক্ষ্মী দেবীর মুখ বসানো গয়না পরছেন কেন? এটা তো ঠিক না! আপনি বড্ড নির্লজ্জ।শুধু তাই নয়, এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে বলা হয়, নেটিজেনদের একাংশের দাবি এরকম গয়না পরায় তাপসী হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছেন।

 

তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা
তাপসী পান্নুর এই ছবিটি ঘিরেই নিন্দার ঝড়। ছবি: ইনস্টাগ্রাম

 

তাপসী পান্নু চ্যানেল ভি আয়োজিত গেট গরর্জিয়াস প্রতিভা অনুষ্ঠানের অডিশনে নির্বাচিত হওয়ার পর তাপসী পেশাদার মডেল হিসেবে কাজ শুরু করেন, যা পরিণামে তাকে অভিনেত্রী হবার সুযোগ করে দেয়। তিনি বিভিন্ন মুদ্রণ মাধ্যম এবং টেলিভিশন বাণিজ্যিক বিজ্ঞাপনে উপস্থিত হয়েছেন। তিনি ২০০৮ সালের ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে “প্যান্টালুন ফেমিনা মিস ফ্রেস ফেস” ও “সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন” সহ একাধিক খেতাব লাভ করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

১ thought on “তাপসীর ছবি নিয়ে নিন্দার ঝড় তুলেছেন নেটিজেনরা”

Leave a Comment