নোবেলের মাতলামি দেখে জুতা ছুড়ে মারলেন দর্শকরা। কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে গায়ক মাঈনুল আহসান নোবেলের ‘অসংলগ্ন আচরণে’ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুড়েছে দর্শক।আর এভাবে পণ্ড হয়েছে ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
নোবেলের মাতলামি দেখে জুতা ছুড়ে মারলেন দর্শকরা
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে কলেজ প্রাঙ্গণে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।মঞ্চে উঠে নোবেল তার চশমা খুলে পাঞ্জাবির কলারে রেখে বলেন, দ্বিতীয়বার কুড়িগ্রাম আসলাম। এর আগে এসেছিলাম তোমাদের সাথে দেখা হয়নি। সুদুর ইন্ডিয়ার বর্ডার লাইনে থেকে গেছিলাম। তোমাদের কারও সাথে দেখা হয়নি। এবার দেখা হলো আলহামদুলিল্লাহ। এই আমার চশমাটা কই বলে চিৎকার করেন। পরে চশমা পেয়ে চোখে পড়ে ‘সে যে আমার জন্মভূমি’গান পরিবেশন করেন।

বেসুরো গলায় গান গাওয়ার ফাঁকে তিনি মাঝেমধ্যেই দর্শকদের উদ্দেশে্ বলতে থাকেন, সব ফ্ল্যাশ লাইট জ্বলবে। এক পর্যায়ে তিনি আছড়ে মাইক্রোফোন স্ট্যান্ডটি ভাঙার চেষ্টা করেন। গানের এক পর্যায় অসংলগ্ন আচরণ করতে করতে বসে পড়েন।

আরও দেখুনঃ


১ thought on “নোবেলের মাতলামি দেখে জুতা ছুড়ে মারলেন দর্শকরা”