পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের

পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের , শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন বলিউড ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। জানা গেছে, হায়দরাবাদে তার আগামী সিনেমা ‘প্রজেক্ট কে’র শুটিং করছিলেন। শুটিং করতে গিয়ে দুর্ঘটনার তার পাঁজরের ‘কার্টিলেজ ভেঙে গেছে।অভিনেতার টুইটার বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানায়।

আঘাত পাওয়া খবর জানিয়েছেন অমিতাভ বচ্চন এক টুইটে লেখেন, ‘হায়দরাবাদে প্রজেক্ট কের শুটিং চলাকালীন আঘাত পেয়েছি। ডানদিকের বুকের পাঁজরের মাংস পেশি ছিঁড়ে গেছে। পাঁজরের ‘কার্টিলেজ ভেঙেছে। শুটিং ক্যানসেল করা হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছি। আপাতত বাড়ি ফিরে এসেছি।’

পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের

টুইটার পোস্টে অভিনেতা আরও জানান, ‘আমি এখন বিশ্রামে আছি। শুয়ে শুয়েই থাকছি। জরুরি কাজকর্মের জন্য হাঁটাচলা করলেও মূলত শুয়ে আছি। ব্যথা আছে। হাঁটতে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ডাক্তার কিছু ওষুধ দিয়েছে সেগুলো খাচ্ছি।’

 

পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের

 

এদিকে এটাই প্রথমবার নয়, এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি। আশির দশকে ‘কুলি’ সিনেমার শুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন তার বুঝি আর সুস্থ হওয়া হল না। এখন আবার এই ৮০ বছর বয়সে এসে গুরুতর আঘাত পেলেন তিনি।

 

পাঁজরের কার্টিলেজ ভেঙেছে অমিতাভ বচ্চনের

 

এদিকে ‘প্রজেক্ট কে’ হচ্ছে একটি ফ্যান্টাসি ড্রামা ঘরানার সিনেমা। এতে ‘বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে মুখ্য ভূমিকায় দীপিকা পাডুকোনকে দেখা যাবে। আগামী বছর বড়পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Leave a Comment