আশা করছি অক্টোবরের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাব : মাহি। চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। মা হওয়ার আগে-পরে মিলে প্রায় এক বছর কোনো সিনেমার শুটিং করেননি তিনি।অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিকে গত বছরের অক্টোবর মাসে সবশেষ বদিউল আলমের ‘অফিসার’ সিনেমার গানে অংশ নিয়েছিলেন। মাতৃত্বকালীন বিরতি শেষে শুটিং ফিরছেন মাহি।
আশা করছি অক্টোবরের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাব : মাহি
আগামী ১০ অক্টোবর থেকে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিং করবেন। সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। মাহির সবশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘যাও পাখি বলো তারে’র পরিচালকও ছিলেন তিনি।ছবিটিতে অভিনয়ের কথা নিশ্চিত করে মাহি বলেন, ‘অনেক দিন শুটিং করিনি। নিজের মধ্যেও একটি অস্থিরতা কাজ করছে। আমি কাজে ফিরতে চাই। কাজের জন্য প্রস্তুত হচ্ছি। আশা করছি, অক্টোবরের মধ্যেই পুরোপুরি ফিট হয়ে যাব। আমার ছেলে ফারিশও একটু একটু করে বড় হচ্ছে। মানিক স্যারের ছবি ছাড়াও আরও একটি ছবিতে কাজের কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে। কোনটা আগে শুরু হবে দেখা যাক।’

‘ডার্ক ওয়ার্ল্ড’-এ মাহির অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে পরিচালক বলেন, ‘ছবিতে মাহির কাজের ব্যাপারটি চূড়ান্ত হয়ে গেছে। প্রাথমিক চুক্তিও হয়েছে। তবে প্রযোজক দেশের বাইরে আছেন, তিনি ফিরলে আগামী ১১ সেপ্টেম্বর বড় আয়োজন করে চুক্তি অনুষ্ঠান হবে। ১০ অক্টোবর থেকে টানা ২৫ দিন ঢাকা ও বান্দরবানের বিভিন্ন লোকেশনে শুটিং করব।’

ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। সিনেমা দেখা যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হবে ছবিটি।পরিচালক জানান, নায়ক-নায়িকা নয়, এটি গল্পপ্রধান সিনেমা। যেখানে মাহির চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে।এদিকে মাহি ছাড়াও ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ আরও অভিনয় করছেন মৌসুমী, মিশা সওদাগর, নবাগত মুন্না খান।

আরও দেখুনঃ
