প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী

প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী ,শোবিজে কাজের বাইরে এবার ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে জায়গা করে নিলেন মালায়লাম অভিনেত্রী অনিকা বিক্রমন। সাবেক প্রেমিকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। একাধিক আঘাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই অভিনেত্রী।

প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী

ফেসবুকে আঘাতের চিহ্নযুক্ত ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী দাবি করেছেন, তার সাবেক প্রেমিক অনুপ পিল্লাই লাঞ্ছিত করেছেন তাকে। এ কারণে প্রেমিকের বিরুদ্ধে পুলিশের কাছে মামলাও করেছেন অনিকা।ভারতীয় এক সংবাদ মাধ্যম এর তথ্য মতে, প্রেমিকের নির্যাতনের ছবি সোশ্যালে পোস্ট করার পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তা। ছবিতে দেখা যাচ্ছে মারধরের কারণে অভিনেত্রীর নাক-চোখ-মুখ ফুলে রয়েছে। আর সোশ্যালে অভিনেত্রীর সাবেক ‘প্রেমিকের অমানবিক নির্যাতন নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।অভিনেত্রী ফেসবুকে বলেন, ‘আমি অনুপ পিল্লাই নামে একজনের প্রেমে পড়েছিলাম। সে আমাকে গত কয়েক বছর ধরে মানসিক ও শারীরিকভাবে নিপীড়ন করেছে। এমন মানুষ কখনো দেখিনি।’

 প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী

 

অনিকা আরও বলেন, ‘এত কিছুর পরও আমাকে ভয় দেখাচ্ছে সে। আমি খারাপ স্বপ্নেও কখনো ভাবিনি সে আমার সঙ্গে এসব করবে। দ্বিতীয়বার আমি বেঙ্গালুরু পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ করি যে, পিল্লি আমাকে মারধর করেছে। প্রথমবার চেন্নাইতে যখন সে আমাকে মারধর করেছিল, তখন আমার পায়ের কাছে পড়ে কেঁদেছিল সে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

মালায়লাম এ তারকা আরও জানান, তার প্রেমিক সবসময় ম্যাসেঞ্জার, ল্যাপটপ ইত্যাদির ওপর নজর রাখতেন। প্রেমিক পিল্লি তাকে অনুরোধ করার পর তাকে ক্ষমা করা বোকামি ছিল অভিনেত্রীর। যদিও পরে তিনি চেন্নাই পুলিশের কাছে যান কিন্তু পুলিশের লোকজনের সমর্থন পাওয়ায় সে আরও বেশি মারধর করেন অনিকাকে।অভিনেত্রী সোশ্যালে আরও জানান, এসব ঘটনা পেছনে ফেলে আসার পরও হুমকিমূলক ফোন পাচ্ছেন তিনি। তাকে এবং তার পরিবারকে ক্রমাগত হেয় করা হচ্ছে। অভিনেত্রীর ওপর তার সাবেক ‘প্রেমিকের আক্রমণের আগে শেষ ছবিটি তোলা। এ সপ্তাহ থেকে সাবেক’ প্রেমিকের নির্যাতনের ছবিগুলো শেয়ার করবেন তিনি।

 

 প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী

 

আর বর্তমানে সুস্থ হয়েছেন এবং শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন অনিকা।প্রসঙ্গত, অনিকা মালায়লাম ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উঠতি অভিনেত্রী। ভারতের কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে জন্ম তার। বিষমকরণ (২০২২), আইকেকে (২০২১) এবং এঙ্গা পাত্তান সোথু (২০২১) এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও দেখুনঃ

২ thoughts on “প্রেমিকের কাছে শারীরিক অত্যাচারের শিকার হলেন অভিনেত্রী”

Leave a Comment