শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন

কয়েক মাস ধরে নাট্যপাড়ায় কানাঘুষা, অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গেঅহনার প্রেমের গুঞ্জন ,চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী অহনা রহমান।একে অন্যকে নিয়ে দুজনের আদুরে ফেসবুক পোস্ট সেই গুঞ্জনের পারদ আরও কয়েক ধাপ উপরে তুলে দিয়েছে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন অহনা।ওই সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল, শামীম হাসান সরকারের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কতটা সত্যি?

এই প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘সম্পর্ক তো থাকতেই পারে। শুধু শামীম নয়, আলভী (জাহের আলভী), রাশেদ সীমান্তের সঙ্গেও তো আমার সম্পর্ক আছে। কিন্তু সে সম্পর্ক কাজের জায়গায়। তাছাড়া শামীমের সঙ্গে কী সম্পর্ক আছে, এটা নিয়ে অনেকে কী ভাবছে, তা আমার ব্যক্তিগত বিষয়। সে বিষয়ে আমি কথা বলতে চাই না।’

অভিনেত্রী আরও বলেন, ‘অনেকেই অনেক কথা বলছেন, সেটা আমরা পাত্তা দিচ্ছি না। একসঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছি। দর্শক আমাদের জুটি ভালোভাবে গ্রহণ করেছেন। আর জন্ম, মৃত্যু, বিয়ে—এগুলো তো আল্লাহর হাতে। যার সঙ্গে লেখা থাকবে, তার সঙ্গেই হবে। সেটা শামীম হোক বা এক্স ওয়াই জেড। সেটা সময় হলেই জানা যাবে।’

অর্থাৎ, শামীমের সঙ্গে সম্পর্ক নিয়ে ঝেড়ে কাশলেন না অহনা। ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না বলে এড়িয়ে গেলেন। জিইয়ে রাখলেন কৌতূহল। বরং অভনেত্রী জানান যে, ‘এখন ক্যারিয়ার নিয়েই বেশি ভাবছি। ঈদের আগপর্যন্ত টানা কাজ নিয়ে ব্যস্ত থাকব। আপাতত ব্যক্তিগত জীবন নিয়ে কে কী ভাবছে, সেসব নিয়ে ভাবছি না।’

তবে অহনা পরিষ্কার করে কিছু না বললেও দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকেই। সেটার নেপথ্যে অবশ্য অহনার সঙ্গে শামীমও আছেন। গেল বিশ্ব ভালোবাসা দিবসের দিনে অহনার সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শামীম। ক্যাপশনে লেখেন, হ্যাপি ভ্যালেন্টাইন ডে’। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি।

ছবিতে দেখা যায়, দুজন দুজনকে পাশ থেকে জড়িয়ে ধরে তাকিয়ে আছেন ডুবতে যাওয়া সূর্যের দিকে। পোস্টটি অহনাকে ট্যাগ করেন শামীম। তবে এতে অভিনেত্রীর কোনো মন্তব্য দেখা যায়নি। তার আগে গত ১০ ফেব্রুয়ারি মধ্যরাতে অহনার সঙ্গে তোলা দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শামীম।

শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন

সেখানে দেখা যায়, সমুদ্রের পাড়ে দুজনে দাঁড়িয়ে আছেন। সামনে উত্তাল ঢেউ ধেয়ে আসছে তাদের দিকে। পেছন থেকে তোলা দুটি ছবির একটিতে দুজনকে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও অন্যটিতে শামীমের কাঁধে মাথা রেখে দাঁড়িয়ে ছিলেন অহনা। এক হাতে অভিনেতাও তাকে জড়িয়ে রেখেছেন। ছবিতে স্পষ্ট, চাঁদনী রাতে দুজন একান্তে সমুদ্রের গর্জন উপভোগ করছেন।

 

শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন

 

অহনার মতো সম্পর্কের কথা স্বীকার করেননি শামীমও। তবে সম্ভাবনাও উড়িয়ে দেননি। বলেছিলেন, ‘সম্ভাবনার কথা তো বলা যায় না। আমাদের পরিবারও এই বন্ধুত্বকে অ্যাপ্রিসিয়েট করে। দুজন দুজনের বাসায় গেছি। শুটিং থেকে ঘোরাফেরা, পরিবারের সঙ্গে যুক্ত হওয়া এই বন্ডিংটা হয়েছে। যদি প্রেম হতো, তাহলে বাবা-মাকেও জানাতাম।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে, তিন বছর বিরতি দিয়ে গত বছরের সেপ্টেম্বরে কাজে ফিরেছেন অহনা। কেন এতটা সময় কাজের বাইরে ছিলেন অভিনেত্রী? অহনার জবাব, ‘নিজেকে একটু সময় দিয়েছিলাম। বেকিং কোর্স করেছি। একটু মুটিয়েও গিয়েছিলাম। পরে ১০ কেজি ওজন কমাতে হয়েছে। তারপর ব্যাক করেছি। দর্শক আগের সেই আহনাকে আবার পছন্দ করেছেন।’

 

শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন

 

অন্যদিকে, শামীম হাসান সরকার কয়েক বছর ধরে নিয়মিতই কাজ করছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি দিয়ে তিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। কয়েক মাস আগে জুটি বাঁধেন অহনার সঙ্গে। তারপর থেকে তারা ধারাবাহিক কয়েকটি নাটকে একসঙ্গে কাজ করেন। এখনো করছেন। পাশাপাশি কাজের বাইরেও তারা দারুণ সময় কাটান।

আরও দেখুনঃ

১ thought on “শামীম হাসান সরকারের সঙ্গে অহনার প্রেমের গুঞ্জন”

Leave a Comment