ফিলিস্তিনকে সাপোর্ট করায় বিপাকে মিয়া খলিফা

বর্তমানে বিশ্বজুড়ে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ। এ নিয়ে অনেক তারকা তাদের অবস্থান জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন সাবেক নীল ছবির তারকা মিয়া খলিফা। অন্য সবার মতো তিনিও সমর্থন জানালেও বিপত্তি ঘটেছে তার ক্ষেত্রে।

ফিলিস্তিনকে সাপোর্ট করায় বিপাকে মিয়া খলিফা

এ অভিনেত্রী ফিলিস্তিনকে সাপোর্ট করে ধারাবাহিকভাবে নিজের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার)। কিন্তু ফিলিস্তিনকে সাপোর্ট করায় কমার্শিয়াল সম্পর্কে ভাঙন ধরেছে। একই সঙ্গে কাজের চুক্তি বাতিল হয়েছে এ তারকার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যাকার রক্তক্ষীয় সংঘাতে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। পাল্টাপাল্টি হামলা চালানো হচ্ছে। এ নিয়েই টুইট করেছিলেন মিয়া খলিফা। আর সেখানে এটা স্পষ্ট, এই সংঘাতে ফিলিস্তিনকে সাপোর্ট করছেন তিনি।

ফিলিস্তিনকে সাপোর্ট করায় বিপাকে মিয়া খলিফা

মিয়া খলিফা টুইট করে লেখেন, ফিলিস্তিনের অবস্থা দেখার পরও আপনি যদি তাদের সাপোর্ট না করেন, ‘তাহলে আপনি বর্ণবাদের উল্টো দিকে রয়েছেন। আর এটা ঠিক ইতিহাস প্রমাণ করে দেবে।’ অন্য একটি টুইট করে লেখেন, ‘কেউ প্লিজ ফিলিস্তিনে বিপ্লবীদের বলুন, তাদের ফোন ঘুরিয়ে হরিজন্টালভাবে ভিডিও করতে।’

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এদিকে মিয়া খলিফার এভাবে ধারাবাহিক টুইটের পরই বিষয়টি নজর কাড়ে কানাডিয়ান সম্প্রচারক টড শাপিরোর। তিনি কাজ থেকে বাদ দিয়ে কমার্শিয়াল চুক্তি ক্যানসেল করেন। তিনি হঠাৎ টুইট করে লেখেন, ‘মিয়া খলিফা, কী ভয়ংকর টুইট। এসব দেখে তোমাকে এখনই বাদ দেয়া হলো। জাস্ট একদম অসহ্য। দয়া করে একটু মানুষ হও। তুমি মৃত্যু, ধর্ষণ, মারামারি, বন্দি―এসবকে সাপোর্ট করছো।’

 

এবার সালমানের হাত ধরে বিগ বসের ঘরে এন্ট্রি নিতে চলেছেন মিয়া খলিফা

 

টুড আরও লেখেন, ‘কোনো ভাষা নেই। এই কঠিন সময় মানুষ হিসেবে আমাদের একে অন্যের পাশে থাকা উচিত। ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যেন তুমি মানুষের মতো মানুষ হও।’কানাডিয়ান এই সম্প্রচারকের টুইটের অবশ্য জবাব দিয়েছেন মিয়া খলিফা। অভিনেত্রী জানিয়েছেন, তার কাছে ভিডিও আছে। কেউ যেন চাপ না নেয়। ইতিহাস প্রমাণ করবে যে, কীভাবে তারা বর্ণবাদের হাত থেকে উদ্ধার করেছিল নিজেদের।

আরও দেখুনঃ

Leave a Comment