দর্শকের চাপে হলিউড-বলিউড মুভি নামিয়ে ‘তুফান’ চালাচ্ছি: মেজবাহ উদ্দিন

দর্শকের চাপে হলিউড-বলিউড মুভি নামিয়ে ‘তুফান’ চালাচ্ছি। ডে ওয়ান থেকে ‘তুফান’ এর প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। এভাবে চললে ‘তুফান’ প্রিয়তমার রেকর্ড ছাড়িয়ে যাবে। এভাবেই বললেন বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে এর জৈষ্ঠ্য ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন আহমেদ।

দর্শকের চাপে হলিউড-বলিউড মুভি নামিয়ে ‘তুফান’ চালাচ্ছি: মেজবাহ উদ্দিন

তিনি সাংবাদিকদের সাথে শনিবার আলাপকালে বলেন, তুফান এর শোর প্রতিদিনই বাড়ছে। দর্শকদের চাপেই শো বাড়ানো হচ্ছে।

দর্শকের চাপে হলিউড-বলিউড মুভি নামিয়ে ‘তুফান’ চালাচ্ছি: মেজবাহ উদ্দিন

মেজবাহ বলেন, বাংলা ছবির প্রতি দর্শকদের এই আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। তার ভাষায় দুই ব্র্যান্ড একসাথে হওয়ায় ছবিটি ব্যাপক সাড়া ফেলেছে।তিনি বলেন, পরিচালক রায়হান রাফী একটি ব্র্যান্ড আর সুপারষ্টার শাকিব খান হচ্ছেন আরেকটি ব্র্যান্ড। রাফীর একটি নিদিষ্ট দর্শক রয়েছে। আর শাকিব খানের একটি বড় ফ্যান-ফলোয়ার রয়েছে। তাই ছবিটি হাউজফুল যাচ্ছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এক প্রশ্নের জবাবে মেজবাহ বলেন, যেভাবে ‘তুফান’ হাউজ ফুল যাচ্ছে, এ ধারা অব্যাহত থাকলে প্রিয়তমাকে ছাড়িয়ে যাবে। অতীতের সকল রেকর্ড ব্রেক করবে।তিনি বলেন, বাংলাদেশের ছবির প্রতি দর্শকদের এই আগ্রহ আসলেই বাংলাদেশের ছবির প্রতি মানুষের ভালোবাসাই প্রকাশ পেয়েছে।

 

রেকর্ড গড়লেন তুফান

 

আরও দেখুনঃ

Leave a Comment