বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

বেশকিছু ব্র্যান্ডের ফটোশুট ও ওয়েব সিরিজে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন কলকাতার মডেল-অভিনেত্রী এনশী মল্লিক। বর্তমানে কলকাতার কয়েকটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এনশী বাংলাদেশের সিনেমায় কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘বাংলাদেশে কাজ করার ইচ্ছা আছে। বাংলাদেশের নাটক-সিনেমায় অভিনয় ও মডেলিং করতে চাই।’ 

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

কলকাতার এলিমেন্ট ফ্যাশন, অশোক শাড়ি, সিটি গার্ল, ইরেক ইন্ডিয়া, উৎসব শাড়ি, ডায়মন্ডসহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের ফটোশুটে মডেল হয়েছেন এনশী মল্লিক। রোববার (২৪ সেপ্টেম্বর) টি-সিরিজের ব্যানারে ‘এভাবে তুই’ শিরোনামের একটি গান টি-সিরিজ বাংলার ইউটিউবে মুক্তি পেয়েছে। সেখানেও মডেল হয়েছেন তিনি।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ ইরফানের গাওয়া এই গানে এনশী মল্লিকের সঙ্গে মডেল হয়েছেন কুতুবুদ্দিন শেখ। ঋতম সেনের কথায় গানটির মিউজিক করেছেন ডাব্বু। গানের ভিডিওটি পরিচালনা করেছেন নীল। এ গানের বিষয়ে এনশী মল্লিক বলেন, ‘গত জুনে ভারতের দীঘায় গানটির শুটিং করেছি। রোদের মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে। শুধু চোখের পাশটাই মেকআপ করতে পেরেছিলাম। এলার্জিতে মুখ ভরে গিয়েছিল। এলার্জির মেডিসিন খেয়ে রোদে থাকতে অসুবিধা হতো। তারপরও কাজটি যত্ন নিয়ে করেছি। ভিডিও সুন্দর হয়েছে।’ 

 

বাংলাদেশের সিনেমায় কাজ করতে চান কলকাতার এনশী

 

আরও দেখুনঃ

Leave a Comment