বাবার কাছেই যৌন নিপীড়নের শিকার অভিনেত্রী , নিজের বাবার যৌন হেনস্থার শিকার হতে বলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ভারতের তামিল অভিনেত্রী ও জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে সদ্য নির্বাচিত খুশবু সুন্দর।জানিয়েছেন কীভাবে তিনি তার বাড়ির মধ্যেই যৌন হেনস্থার শিকার হতেন, তাও নিজের বাবার দ্বারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে খুশবু জানান, মাত্র ৮ বছর বয়স থেকে তার বাবা তার উপর যৌন নির্যাতন চালিয়ে এসেছেন। দীর্ঘদিন এই বিষয়ে তিনি কিছু বলতে পারেন নি। অবশেষে ১৫ বছর বয়সে গিয়ে তিনি বিষয়টা নিয়ে মুখ খোলেন।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সেই সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মনে হয় যখন একটি শিশুর উপর নির্যাতন চালানো হয়, তখন সেই ক্ষতটা তার সঙ্গে আজীবন থেকে যায়। সেটা ছেলে, মেয়ে নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। আমার মাকে বিয়ের পর থেকে ভীষণ অত্যাচার সইতে হয়েছে।

বাবার কাছেই যৌন নিপীড়নের শিকার অভিনেত্রী
‘আমার বাবা এমন একজন মানুষ ছিলেন যিনি ভাবতেন বউ পেটানো তার জন্মগত অধিকার। মেয়েকে যৌন হেনস্থা করাও বুঝি তার অধিকারের মধ্যেই পড়ে। আমার উপর যৌন অত্যাচার শুরু হয় যখন আমার বয়স মাত্র ৮ বছর। ১৫ বছর বয়সে গিয়ে আমি এই বিষয়টি নিয়ে কিছু বলার সাহস জুগিয়ে উঠতে পারি।’

তিনি বলেন, ‘আমার একটাই ভয় ছিল, আমি ভাবতাম মাকে বললে বুঝি মা বিশ্বাস করবে না, কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি যেখানে তার অটুট বিশ্বাস ছিল যে, যাই হয়ে যাক আমার স্বামী ঈশ্বরতুল্য।‘কিন্তু যখন আমার ১৫ বছর বয়স হল তখন আমি ঠিক করি অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি। আমার তখন ১৬ বছরও হয়নি, তখন তিনি আমাদের ছেড়ে চলে যান। একবারও ভাবেন না যে পরদিন থেকে আমরা কী খাব, কোথায় থাকব।’

খুশবু বর্তমানে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলটির জাতীয় এক্সিকিউটিভ কমিটির সদস্য। ২০২১ সালে তিনি তামিল নাড়ুর বিধানসভা ভোটেও দাঁড়িয়েছিলেন তিনি।
আরও দেখুনঃ

২ thoughts on “বাবার কাছেই যৌন নিপীড়নের শিকার অভিনেত্রী”