মিস ইন্ডিয়া ২০২৩ এর বিজয়ী হলেন নন্দিনী গুপ্তা। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।একই সঙ্গে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর প্রতিযোগীতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম ‘রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন। জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা।

মিস ইন্ডিয়া ২০২৩ এর বিজয়ী হলেন নন্দিনী গুপ্তা
১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে। তিনি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন।এক সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে।এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯ তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

আরও দেখুনঃ

১ thought on “মিস ইন্ডিয়া ২০২৩ এর বিজয়ী হলেন নন্দিনী গুপ্তা”