ভালো কিছু হলেই এখন ইনশাআল্লাহ বলি: ইধিকা। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন কলকাতার ছোট পর্দায় অভিনেত্রী ইধিকা পাল। এখন দুই বাংলায় তার পরিচিতি ‘প্রিয়তমা’ হিসেবে! তবে অল্প কিছুদিন আগের এক বক্তব্যে কলকাতার দর্শকদের একাংশের রোষানলে পড়েছেন ইধিকা।
ভালো কিছু হলেই এখন ইনশাআল্লাহ বলি: ইধিকা
এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, এক সাক্ষাৎকারে ইধিকা বলেছিলেন, দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠছে। একটি হল ইনশাআল্লাহ। ওরা ভালো কিছু হলে এই শব্দটা বলে। সেটা, এখন আমার অভ্যেস হয়ে গিয়েছে। ভালো কিছু হলেই, আমি এখন এটা বলি। আর দ্বিতীয় হল, বিসমিল্লাহ।

হিন্দুধর্মালম্বী হয়েও এই দুই শব্দের ব্যবহার! আর এই বক্তব্যের জেরেই রীতিমতো’ রেগে আগুন দর্শকরা। তাদের বক্তব্য, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন?

এর আগেও, অনেক অভিনেত্রীই বাংলাদেশ থেকে এসে এ দেশে এসে কাজ করেছেন। আবার উল্টোটাও ঘটেছে। কিন্তু, সে দেশের সঙ্গে মিশে গেছেন এভাবে, এমন অভিনেত্রীর সংখ্যা খুব কম। এমনটাও মন্তব্য করছেন অনেকে।জি বাংলার একটি ধারাবাহিক থেকেই তিনি পরিচিতি পান। তারপরই বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তারকা বনে যান। তারমধ্যে এই বিতর্ক। দর্শকরা, কটু কথা বলেছেন অভিনেত্রীর উদ্দেশ্যে। তারা বলছেন, একটা সিনেমা করেই ইসলাম ধর্ম মানার শখ? আবার কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন ওদের?

আরও দেখুনঃ

৮ thoughts on “ভালো কিছু হলেই এখন ইনশাআল্লাহ বলি: ইধিকা”