মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম

মামুনুর রশীদের মানুষের রুচি পরিবর্তনের পিছনে অবদান নিয়ে জানতে চাইলেন হি্রো আলম । কয়েকদিন আগে অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদ বলেন, ‘রুচির দুর্ভিক্ষে উত্থান হয়েছে হিরো আলমের।’ অভিনেতার এ মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মহলে নানা কথা হচ্ছে। কেউ অভিনেতার পক্ষে, আবার কেউ কটাক্ষ করছেন।

 

মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম

মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম

বর্ষীয়ান অভিনেতা মামুনুর রশীদের মন্তব্য নিয়ে সংবাদ সম্মেলনও করেন সোশ্যালে আলোচিত হিরো আলম। সেখানে মামুনুর রশীদের উদ্দেশে তিনি বলেন, পারলে আমাকে তৈরি করে দেখান। আর বারবার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে মেরে ফেলেন হিরো আলমকে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এদিকে দু’জনের এ মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নাট্যজন মামুনুর রশীদ ও হিরো আলমও পৃথক মাধ্যমে পৃথকভাবে কথা বলছেন বিষয়টি নিয়ে।সেই ধারাবাহিকতায় এবার ফেসবুক ভেরিফায়েড পেজে মামুনুর রশীদের ‘রুচির দুর্ভিক্ষ’ নিয়ে ফের মন্তব্য করেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, ‘মামুনুর রশিদ স্যার বললেন, হিরো আলম সমাজের জন্য কী ভালো কাজ করেছেন? আমি বলি, আপনি কী ভালো কাজ করেছেন? এটা আমার  প্রশ্ন? আর কী এমন কাজ করে মানুষের রুচি পরিবর্তন করেছেন?’প্রসঙ্গত, এর আগে অভিনয় শিল্পী সংঘের অনুষ্ঠানে মামুনুর রশীদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়েছি। আর সেখান থেকে হিরো আলমের মতো একজন মানুষের উত্থান হয়েছে। এই উত্থান কুরুচি, কুশিক্ষা ও অপসংস্কৃতির উত্থান।

এই উত্থান কীভাবে রোধ করা যাবে, এটা যেমন রাজনৈতিক সমস্যা, আবার তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও।

 

মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম

 

আরও দেখুনঃ

১ thought on “মানুষের রুচি পরিবর্তনে মামুনুর রশীদের অবদান নিয়ে প্রশ্ন তুললেন হিরো আলম”

Leave a Comment