যৌন দৃশ্য ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে হত্যা করে শাস্তির মুখে টিকটকার মেয়ে

যৌন দৃশ্যের ভিডিও ফাঁসের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের ঘটনায় মায়ের প্রেমিককে হত্যা করে দোষী সাব্যস্ত হয়েছেন ২৪ বছর বয়সী টিকটক তারকা মাহেক বুখারি। এ ঘটনায় মাহেকের সঙ্গে তার মা আনসিরিন বুখারিকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ২৮ ঘণ্টা ধরে বিষয়টি নিয়ে পর্যালোচনা চলে লেস্টাহ ক্রাইন কোর্টে। জুরিদের সঙ্গে আলোচনার পর অভিযুক্ত মাহেক-আনসিরিনের পাশাপাশি রেকান কারওয়ান ও রইস জামালকেও দোষী ঘোষণা করেন আদালত। এছাড়াও আদালত এ ঘটনায় নাতাশা আখতার, আমির জামাল ও সনফ গুশাম মোস্তফাকে দোষী সাব্যস্ত করেছেন।

মাহেক একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। টিকটকে তার এক লাখ ২৯ হাজার অনুসারী রয়েছে। যেখানে তিনি ফ্যাশন এবং সৌন্দর্য সম্পর্কে পোস্ট করে থাকেন। কিন্তু মায়ের প্রেমিক হত্যার ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।

যৌন দৃশ্য ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে হত্যা করে শাস্তির মুখে টিকটকার মেয়ে

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি লেস্টাহতে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শাকিব হোসেন ও তার বন্ধু হাশিম ইজাজ উদ্দিনের। মৃত্যুর আগে পুলিশের হেল্পলাইন নম্বর ৯৯৯-এ ফোন করে শাকিব বলেছিলেন, তারা আমাদের মারতে চাইছে… আপনাদের অনুরোধ করছি, আমাকে বাঁচান। আমি মরে যাব। এরপরই বিকট শব্দ শোনা গিয়েছিল।

যৌন দৃশ্য ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে হত্যা করে শাস্তির মুখে টিকটকার মেয়ে

 

জানা যায়, শাকিবের স্কোডা গাড়িটিতে ধাক্কা মারা হয়েছিল। ফলে গাড়িটি দুভাগে বিভক্ত হয়েছিল। আর বিস্ফোরণের কারণে ঘটনাস্থলেই ২১ বছরের দুই যুবকের মৃত্যু হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

এ ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। জানতে পারে, মাহেকের মা আনসিরিনের সঙ্গে প্রেম করতেন শাকিব। কিন্তু তিন বছর পর সেই সম্পর্ক ভেঙে দেয় আনসিরিন। যা মেনে নিতে পারেননি শাকিব। এ কারণে নিজেদের যৌন সম্পর্কের দৃশ্য দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করেন আনসিরিনকে। সম্পর্কে থাকাকালীন নাকি প্রেমিকার জন্য তিন হাজার ইউরো খরচ করেছিলেন শাকিব। আর এই অর্থ  চেয়ে চাপ দেয়া হচ্ছিল আনসিরিনকে। না হলে সেই সব ভিডিও তার স্বামীকে পাঠিয়ে দেবেন বলে হুমকি দেন শাকিব।

 

যৌন দৃশ্য ফাঁসের হুমকি, মায়ের প্রেমিককে হত্যা করে শাস্তির মুখে টিকটকার মেয়ে

 

এদিকে এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে যায় আনসিরিনের। তিনি পুরো ঘটনা মেয়েকে জানান। মেয়ে মাহেক মায়ের প্রেমিক শাকিবকে একটি সুপারমার্কেটে নাকি ডেকেছিল। বন্ধুকে নিয়ে আসেন শাকিব। টিকটকার মাহেক বেরিয়েছিল অডি গাড়ি নিয়ে। আর বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে নামেননি মায়ের প্রেমিক। তারপর ওই পার্কিং লট থেকে বেরিয়ে যান। অভিযোগ, শাকিবের গাড়িকে ধাওয়া করে মাহেকসহ অন্যরা। একটি গাছ দেখে অনেক জোরে শাকিবের গাড়িতে ধাক্কা দেয়া হয়।

আদালত জানিয়েছে, মামলায় অভিযুক্তরা শাস্তিযোগ্য অপরাধ করেছে। তাদের শাস্তি আগামী ১ সেপ্টেম্বর ঘোষণা হবে। আর এ ঘটনায় লেস্টাহ পুলিশের তদন্তকারী কর্মকর্তা মার্ক প্যারিশ বলেছেন, এটি একটি নির্মম এবং ঠান্ডা মাথার আক্রমণ ছিল। যে ঘটনায় শেষ পর্যন্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও দেখুনঃ

Leave a Comment