মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল। মারা গেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল। গত ১৫ মে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৮২ বছর বয়স হয়েছিল অভিনেত্রীর।এ তারকার মৃত্যু কয়েক মাস আগে হলেও এতদিন প্রকাশ্যে আসেনি। শনিবার (০৫ আগস্ট) হলিউডভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যম ডেডলাইনের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি তার আত্মীয়রা মৃত্যুর বিষয়টি জেনেছেন। তবে তারা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত নয়।

 

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল

‘ইটস অ্যালাইভ’ সিনেমার জন্য সবার হৃদয়ে গেঁথে রয়েছেন এ অভিনেত্রী। এতে একজন খুনি শিশুর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া ‘দ্য স্টান্ট ম্যান’, ‘লোন উলফ ম্যাককুয়েড’, ‘মারলো’, ‘দ্য রিভারস’ ও ‘কান্ট বাই মি লাভ’ সিনেমায় দেখা গেছে তাকে।শ্যারন ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সিবিএস সোপ অপেরা ‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেস’-এ ফ্লোরেন্স ওয়েবস্টার ছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

১৯৪০ সালের ক্রিসমাস ইভে আইওয়ার সিওক্স সিটিতে জন্মগ্রহণ করেন শ্যারন। ছোটবেলা কাটিয়ে উঠার পর নিউইয়র্ক চলে আসেন এবং সেখানে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়েন।

 

মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী শ্যারন ফারেল

 

১৯৫৯ সালে ‘কিস হার গুডবাই’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ডেবিউ হয় তার। এরপর ব্রডওয়েতে ডান্স পরফরম্যান্স করা শুরু করেন। তারপর ১৯৬২ সালে এনবিবসি নিউজ পেপারের স্বল্পস্থায়ী নাটক ‘সেন্টস অ্যান্ড সিনারস’ অভিনয় করেন। এছাড়া একইসময় টনি কার্টিস এবং সুজান প্লেশেটের সঙ্গে ‘৪০ পাউন্ডস অব ট্রাবল’-এ দেখা গিয়েছিল এ তারকাকে।

আরও দেখুনঃ

Leave a Comment