নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই -এর খবর দিয়ে শুরু করছি সম্প্রতি বিনোদন জগতের নিউজ আপডেট । আমরা বিনোদন জগতের সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর সুখের দিন আর নেই, রক্তের হোলি খেললেন অজয় ,শাহরুখের বিরুদ্ধে অভিযোগ তুললেন পপতারকা,নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই,জাহ্নবীর ‘দক্ষিণের দরজা ’খুলে গেল,বুবলী ও বীরের ছবি পোস্ট করে কী লিখলেন বর্ষা,গুরুতরভাবে আহত অমিতাভ,১৬ বছরের আফজাল হোসেন,বিমানবন্দরে লজ্জায় পড়লেন সারা,‘অর্থহীনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের যাত্রা শেষ’
নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই । সারা সপ্তাহের খবর
‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর সুখের দিন আর নেই
বাদাম বিক্রেতা তার ক্রেতা টানতে সুর তোলেন ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাইগো বুবু ভাজা বাদাম’। তার এই গান ঝড় তোলে নেটমাধ্যমে। চোখের পলকেই ইন্টারনেট সেনসেশন হয়ে ওঠেন ‘কাঁচা বাদা’ খ্যাত ভুবন বাদ্যকর। খুব খ্যাতি আর খ্যাতির সাথে টাকা আসায়, এখন অনেকে আসে তার কাছে নানা চাদা চাইতে তা দিতে দিতে তিনি প্রায় শেষ। নতুন মুঠোফোন কিনেছেলেন তাও ছিনতাই করে নিয়ে গেছে, পরে অবশ্য ৩০০০ টাকা দিয়ে তা ছাড়িইয়ে নিয়ে এসেছেন, তার নিউজের করা প্রাসাদ ছেড়ে এখন দুবরাজপুরে ২৭০০ টাকার ভাড়া বাড়িতে থাকছেন ভুবন বাদ্যকর।

প্রতারিতও হয়েছেন তিনি। তার সরলতার সুযোগে অন্য কেউ তার সৃষ্টি ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট নিজের নামে করিয়ে নিয়েছে। যার ফলে তিনি মুখে ‘বাদাম’ শব্দটি পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। এর জেরে কোথাও গাইতে পারছিলেন না গায়ক।
রক্তের হোলি খেললেন অজয়
৩০ মার্চ মুক্তি পাচ্ছে অভিনেতার নতুন ছবি ‘ভোলা’। দোলের ঠিক আগের দিন মুক্তি পেল ছবির ট্রেলার। যেখানে রক্ত দিয়ে হোলি খেললেন অজয়। ছবিতে ‘ভোলা’ অজয়। সৎ পুলিশ অফিসারের ভূমিকায় টাবু। অজয়-টাবুর রসায়ন এখনও অটুট, প্রমাণ করবে ছবি। এর আগে ছবির গান মুক্তি পেয়েছে। সেই দৃশ্যে প্রেমিক অজয় প্রবল ভাবে মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের।
শাহরুখের বিরুদ্ধে অভিযোগ তুললেন পপতারকা
নানা সময়ে অকারণেই উত্তেজিত হয়ে পড়ে ছিলেন এই অভিনেতা। সম্প্রতি তেমনই একটি বিতর্কিত ঘটনা সামনে এলো। শাহরুখের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মার্কিন অভিনেত্রী, তথা পপসংগীতের জনপ্রিয় তারকা জেনিফার লোপেজ। তার অভিযোগ, ২০১৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিনেতার দলের সদস্যরা তার ভাবমূর্তি কলঙ্কিত করার চেষ্টা করেছেন।
২০১৩ সালে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল জেনিফারের। তবে তার ‘অতিরিক্ত’ চাহিদা পূরণ করা সম্ভব হয়নি আয়োজকদের পক্ষে। শেষমেশ জেনিফার বাদ পড়েন অনুষ্ঠান থেকে। তার বদলে উদ্বোধনী অনুষ্ঠানে শেষ মুহূর্তে পারফর্ম করেন র্যাপার পিটবুল।
নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল মারা গেছেন। আজ বিকেল পৌনে ছয়টায় ঢাকার সিদ্দিক বাজারের বাসায় তাঁর মৃত্যু হয়েছে বলে জানান চিত্রনায়ক জায়েদ খান।

দেড় বছর ধরে ক্যানসারে ভুগছিলেন মাসুম বাবুল। ভারতের এক হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। মাঝে শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের অক্টোবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
জাহ্নবীর ‘দক্ষিণের দরজা ’খুলে গেল
শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর জানিয়েছিলেন, জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁর। এবার সত্যি সত্যি তাঁর ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করলেন সিনেমার নির্মাতারা। অভিনেত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য এটি শেয়ার করেছেন।
বুবলী ও বীরের ছবি পোস্ট করে কী লিখলেন বর্ষা
চিত্রনায়িকা বুবলী ও তাঁর পুত্র শেহজাদ খান বীরের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, ‘সুন্দর’। বুবলী পোস্টটি শেয়ার করে বর্ষাকে ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন

গুরুতরভাবে আহত অমিতাভ
‘প্রজেক্ট কে’ ছবির শুটিংয়ের সময় আঘাত পেয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি নিজে এ কথা তাঁর ব্লগে জানিয়েছেন। বিগ বির আঘাত পাওয়ার খবর মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এই খবরে উদ্বিগ্ন অমিতাভের হাজার হাজার অনুরাগী।

হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির এক অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন অমিতাভ বচ্চন। আর তখনই গুরুতর আহত হন তিনি। বুকের পাঁজরে আঘাত পেয়েছেন অমিতাভ। তাঁকে সঙ্গে সঙ্গে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

১৬ বছরের আফজাল হোসেন
কয়েক প্রজন্মের পছন্দের অভিনয়শিল্পী আফজাল হোসেন। অভিনয়ের বাইরে বিজ্ঞাপনচিত্র, নাটক ও টেলিছবি নির্মাণেও নিজের পারদর্শিতা দেখিয়েছেন। মাঝেমধ্যে বিশেষ কোনো অনুষ্ঠান উপস্থাপনাতেও তাঁকে দেখা গেছে। এমন একটি অনুষ্ঠান হলো ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আইয়ের অনুষ্ঠানটি ১৫ বছর ধরে উপস্থাপনা করে আসছেন তিনি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন শিক্ষার্থী আফজাল হোসেন চিত্রশিল্পীদের সঙ্গে ভাবনার আদান–প্রদান করেন।
বিমানবন্দরে লজ্জায় পড়লেন সারা
নেট দুনিয়ায় তারকারা প্রায়ই ট্রলের শিকার হন সারা। একাধিকবার ট্রলের শিকার হতে হয়েছে সাইফকন্যাকে। বিমানবন্দরে প্রায়ই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারকারা। সারার গা ঘেঁষে এক মধ্যবয়সী পুরুষ যাচ্ছিলেন, সারাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তির তির্যক মন্তব্য, ‘কেন ফালতু কাজে এদের পেছনে নিজেদের সময় নষ্ট করো?’ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কাছে এমন মন্তব্য শুনে প্রথমে কিছুটা বিচলিত হন সারা।
‘অর্থহীনের সঙ্গে দীর্ঘ ২০ বছরের যাত্রা শেষ’
অর্থহীন ব্যান্ডের সঙ্গে দুই দশকের পথচলায় ইতি টানলেন গিটারিস্ট ও কি–বোর্ডিস্ট শিশির আহমেদ। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে ব্যান্ডটি জানিয়েছে, ৩ মার্চ থেকে ব্যান্ডের সঙ্গে শিশির যাত্রার সমাপ্তি ঘটেছে।অর্থহীন লিখেছে, ‘আমাদের শিশির ব্যক্তিগত কারণে ব্যান্ড ত্যাগ করেছে সেদিন। শিশিরের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তার কাছ থেকে আরও অনেক অসম্ভব সুন্দর গানের অপেক্ষায় থাকলাম আমরা সবাই।’
আরও দেখুনঃ

২ thoughts on “নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই । সারা সপ্তাহের খবর”