মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! শীঘ্রই শোনা যাবে সুখবর ?

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! শীঘ্রই শোনা যাবে সুখবর ,২০২১ সালের ডিসেম্বরে বিয়ে করে করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রায় দেড় বছর হলো ভিকি কৌশল ও ক্যাটরিনার দাম্পত্য জীবনের। এরই মাঝে বেশ কয়েকবার রটেছে — মা হতে যাচ্ছেন অভিনেত্রী। কখনও তার পোশাক দেখে আবার কখনও তার লুক দেখে এই গুঞ্জন রটে। তবে এসব নিয়ে তারকা জুটি এ পর্যন্ত কোনো কোথায় বলেন নি।

তাহলে কবে সুখবর শোনাবেন ক্যাটরিনা? এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানানো হয়েছে, জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ের দুবছরের মধ্যেই সুখবর শোনাবেন তিনি। চলতি বছর ডিসেম্বরেই দুবছর হবে অভিনেত্রীর বৈবাহিক জীবনের। তার আগেই নাকি সুখবর শুনিয়ে দেবেন তিনি।

 

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! শীঘ্রই শোনা যাবে সুখবর ?

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! শীঘ্রই শোনা যাবে সুখবর ?

‘টাইগার থ্রি’র কাজ শেষ করেই পরিবারের জন্য সময় বের করবেন ক্যাটরিনা। এমনই বলছে তার ভাগ্য রেখা। জ্যোতিষবিদ জানিয়েছেন, চলতি বছরে ক্যাটরিনার বয়স ৪০ বছর পূর্ণ হবে। এই বছরই তিনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তার ভাগ্য সংখ্যা সাত। সংখ্যাতত্ত্ব অনুযায়ী এটি তার বছর।

 

Google news GIF
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

জ্যোতিষবিদ আরো জানান, আগামী ২ বছরে ক্যারিয়ার আরও মজবুত হবে ক্যাটরিনার। একাধিক ভাল কাজের প্রস্তাবও পাবেন তিনি। পাশাপাশি সন্তানের বিষয়ও সিদ্ধান্ত নেবেন।এদিকে বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন সালমান খানের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিংয়ে। সালমান-ক্যাটরিনা জুটি বরাবরই হিট। শেষ এই জুটি উপহার দিয়েছিলেন ‘ভারত’ সিনেমা।

 

মা হচ্ছেন ক্যাটরিনা কাইফ! শীঘ্রই শোনা যাবে সুখবর ?

 

আরও দেখুনঃ

Leave a Comment