রহস্যময়ী নারীকে জড়িয়ে ভাইরাল ছবি!গোপনে বিয়ে করলেন সলমান?

তাহলে কি গোপনে বিয়ে করলেন ‘সলমান রহস্যময়ী নারীকে? ভক্তদের মাঝে প্রায়ই উকি দেয় এই প্রশ্নের, কিন্তু জল্পনা কল্পনা সব ছাপিয়ে আপাতত হ্যাপিলি সিঙ্গেল’ আছেন সলমান সেটা বলাই যায়। মাঝে তাঁর নাম জড়িয়েছিল পূজা হেগড়ের সঙ্গে। তবে সেই জল্পনা উড়িয়ে দেন অভিনেতা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে তাঁর ছবি ঘিরে জল্পনা তুঙ্গে।

রহস্যময়ী নারীকে জড়িয়ে ভাইরাল ছবি!গোপনে বিয়ে করলেন সলমান?

রহস্যময়ী নারীকে জড়িয়ে ভাইরাল ছবি!গোপনে বিয়ে করলেন সলমান?

রবিবার একজনকে জড়িয়ে সলমান লিখেছিলেন, ‘আগামীকাল আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ শেয়ার করতে চলেছি’।ক্যাপশনে সালমান আরও লেখেন,‘আমি সবসময় তোমার পিছনে থাকব’।   ছবিতে সালমানের মুখ দেখা গেলেও, রহস্যময়ীর মুখ লুকানো রয়েছে। আর জামার পেছনে রয়েছে ২৭/১২। নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এটি একটি তারিখ। ২৭/১২, অর্থাৎ ২৭ ডিসেম্বর, সালমান খানের জন্মদিন।অনেক নেটিজেন ভেবেছিলেন, রহস্যময়ী হয়তো অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আবার অনেকে জোর দাবি করেছেন,

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

 

তবে সোমবার প্রকাশ্যে এলেন তিনি। ছবিতে সলমানের সঙ্গে দেখা যায় আলিজেহ অগ্নিহোত্রীকে।  তাহলে কি এবার বিয়ে করছেন সালমান ? একদমই না। এভাবেই আরও একবার ভক্তদের মন ভাঙ্গলেন  সলমান।

 

রহস্যময়ী নারীকে জড়িয়ে ভাইরাল ছবি!গোপনে বিয়ে করলেন সলমান?

 

আলিজেহ হলেন সলমানের বোন অলভিরা অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর মেয়ে অর্থাৎ সলমান খানের ভাগ্নি।সলমানের হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন আলিজেহ। অর্থাৎ, সালমানের প্রযোজনায় বলিউডে অভিষেক হতে যাচ্ছে আলভিরার। ছবিটি পরিচালনা করেছেন জামতারা খ্যাত সৌমেন্দ্র পাধি।

আরও দেখুনঃ

Leave a Comment