জন্মদিন উদযাপন করতে গিয়ে রোজা ভেঙ্গে ফেললেন অনন্ত জলিল। চিত্রনায়ক অনন্ত জলিলের জন্মদিন উপলক্ষে সোমবার বেলা ১১ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে শুভাকাঙ্খী এবং সাংবাদিকদের সঙ্গে দেখা করেন। সঙ্গে ছিলেন তার আসন্ন সিনেমা ‘কিল হিম’-এর পরিচালক মোহাম্মদ ইকবাল। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিক-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন এই চিত্রনায়ক। এ সময় দুই ছেলেকে নিয়ে কাটেন জন্মদিনের কেক। তখন অনন্তের মুখে কেক তুলে দেন পরিচালক ইকবাল।আর সেই কেক খেয়েই বিব্রতকত পরিস্থিতিতে পড়েন অনন্ত জলিল। তিনি ভুলে সেই কেক খেয়ে ফেলে বললেন, “হায় হায় আমিতো রোজা”।

জন্মদিন উদযাপন করতে গিয়ে রোজা ভেঙ্গে ফেললেন অনন্ত জলিল

এদিকে এদিন ‘কিল হিম’ সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ করার কথা থাকলেও চিত্রনায়িকা বর্ষা দেশের বাইরে থাকার কারণে তা স্থগিত করা হয়েছে। সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে। এ কারণে এখন প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।প্রসঙ্গত, কিল হিম সিনেমায় অনন্তকে একজন এজেন্টের চরিত্রে দেখা যাবে। আর এতে চিত্রনায়িকা বর্ষাকে দেখা যাবে খল চরিত্রে। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, রুবেল প্রমুখ।

আরও দেখুনঃ

১ thought on “জন্মদিন উদযাপন করতে গিয়ে রোজা ভেঙ্গে ফেললেন অনন্ত জলিল”