লিলি অ্যালেন: প্রতিশোধ নয়, শান্তি ও স্বীকৃতির পথে

নিজের নতুন অ্যালবাম ওয়েস্ট এন্ড গার্ল প্রকাশের পর অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে চান লিলি অ্যালেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রকাশিত ইন্টারভিউ ম্যাগাজিন-এর এক সাক্ষাৎকারে ব্রিটিশ গায়িকা — যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিনেতা ডেভিড হারবারের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন — বলেন, বিচ্ছেদের পর তাঁর “প্রতিশোধ নেওয়ার” কোনো ইচ্ছা নেই। এই সম্পর্কই তাঁর নতুন অ্যালবামের মূল অনুপ্রেরণা। “ওয়েস্ট এন্ড গার্ল” এবং “ননমনোগ্যামামি” গানগুলোয় অ্যালেন গেয়েছেন এমন এক সম্পর্কের কথা, যেখানে তিনি চাপের মুখে ওপেন রিলেশনে যেতে বাধ্য হন, কিন্তু তাঁর সঙ্গী সেই চুক্তি ভঙ্গ করেন। আবার “ম্যাডেলিন” ও “পি—ওয়াই প্যালেস” গানগুলোয় তিনি অবিশ্বস্ততার অভিযোগ তুলেছেন।

অ্যালেন বলেন, “এই রেকর্ডের মজাটাই ওখানেই। এটা একদম অনুভূতির ভেতর দিয়ে যাওয়ার মতো। তখন আমি আসলে সবকিছু বোঝার চেষ্টা করছিলাম, যা অ্যালবামের জন্য ভালো ছিল, কিন্তু এখন আর বিভ্রান্ত বা রাগান্বিত নই। আমার প্রতিশোধের প্রয়োজন নেই।”

তিনি আরও যোগ করেন, “এই রেকর্ডটা আমি ডিসেম্বরের ১০ দিনে লিখেছি, আর এখন পুরো বিষয়টা নিয়ে আমার অনুভূতি ভিন্ন। আমরা সবাই বিচ্ছেদের মধ্যে দিয়ে যাই, আর সেটা সব সময়ই ভীষণ কষ্টের।”

২৪ অক্টোবর প্রকাশিত ওয়েস্ট এন্ড গার্ল হলো অ্যালেনের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম, যা তিনি স্ট্রেঞ্জার থিংস অভিনেতা ডেভিড হারবারের থেকে আলাদা হওয়ার পর প্রকাশ করেছেন। দু’জনের পরিচয় হয়েছিল ডেটিং অ্যাপ ‘রায়া’-তে, এরপর ২০২০ সালে লাস ভেগাসে এক অন্তরঙ্গ অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়।

নতুন এই অ্যালবামটি — যা ইতিমধ্যেই অনলাইনে ভক্ত ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে — মূলত হারবারের সঙ্গে সম্পর্কের ভাঙনের কারণগুলো বিশ্লেষণ করছে বলে মনে করা হচ্ছে। তবে ইন্টারভিউ ম্যাগাজিন-এর আলাপে অ্যালেন মনে করিয়ে দেন, “এর কিছুটা সত্যি আর কিছুটা কল্পনা।”

দীর্ঘ সম্পর্কের ইতি টানার পর নতুন মানুষদের সঙ্গে দেখা করার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। ডেটিং অ্যাপ সম্পর্কে অ্যালেন বলেন, “এগুলো ভয়ানক, বিশেষ করে যখন আপনি হৃদয়ভাঙার মধ্য দিয়ে যাচ্ছেন। শত শত মানুষের প্রোফাইল দেখতে দেখতে আরও হতাশ লাগে, কারণ কেউই সেই মানুষটার মতো নয়, যাকে আপনি মিস করছেন। শুধু মনে হয়, ‘না, এটা সে নয়। এটা সে নয়। এটা সে নয়।’”

Leave a Comment