শাকিব খানের নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

ঢালিউডের মেগাস্টার শাকিব খান হঠাৎই নতুন লুকে হাজির হয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন। ভক্তদের অনেকেই এমন লুকে তাকে চিনতে পারছেন না বলেই মন্তব্য করছেন।

রোববার (২৬ অক্টোবর) রাতে শাকিব নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেন। একই স্ট্যাটাস তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজেও শেয়ার করেছেন।

ছবিতে শাকিবকে কালো পোশাকে দেখা গেছে। ঢিলেঢালা পোশাক, এলোমেলো চুল, ক্লিন শেভড লুকে মোটা গোঁফ, চোখে কালো চশমা এবং পায়ে সাদা স্লিপার স্যান্ডেল পরেছেন তিনি।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন,

“আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।”

নায়কের পোস্টের পর কমেন্ট বক্সে ভক্তরা মুহূর্তেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লিখেছেন, “মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে।” অন্য একজন লিখেছেন, “আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতো ওনি‌ নিজে আপনার জন্য গর্ব করতেন।”

ধারণা করা হচ্ছে, শাকিবের এই নতুন লুক তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর জন্য। সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটির প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স।

‘সোলজার’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। সঙ্গে আছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা। এছাড়া থাকছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী এবং এবিএম সুমন। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শরিফ

Leave a Comment