শাকিব খানের সিনেমায় গাইবেন অরিজিৎ সিং! কয়েকদিন আগে নির্মাতা অনন্য মামুন শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, যৌথ প্রযোজনায় নির্মিত একটি ছবিতে শিগগিরই শুটিং শুরু করবেন শাকিব। যেখানে তার বিপরীতে দেখা যেতে পারে বলিউডের কোনো নায়িকা। অনন্য মামুন বলেছিলেন, ‘ছয় মাস ধরে গল্প লেখার কাজ চলছে। ভারতের সাথে কো-প্রোডাকশন (যৌথ প্রযোজনা) হচ্ছে। শাকিব ভাইয়ের সাথে মৌখিকভাবে কথা হয়ে গেছে। হিরোইন বলিউড থেকে নেয়া হচ্ছে। ৩০ সেপ্টেম্বর শুটিং শুরু হবে বেনারস থেকে।’
নির্মাতার এই ঘোষণার পর থেকেই শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে থেকে শুরু হবে এই সিনেমার শুটিং? নতুন কিভাবে পর্দায় হাজির হবে ঢালিউড সুপারস্টার? এসকল জল্পনা-কল্পনার মাঝেই এবার শোনা গেল নতুন আরো এক খবর। শাকিবের সিনেমায় গান গাইতে পারেন বলিউডের সংগীত তারকা অরিজিৎ সিং।

শাকিব খানের সিনেমায় গাইবেন অরিজিৎ সিং!
১৭ জুন (শনিবার) এক ফেসবুক পোস্টে অনন্য মামুন জানান, তার আসন্ন সিনেমায় গান গাইতে চলেছেন অরিজিৎ সিং। এই নির্মাতা লেখেন- ‘সিনেমায় একটা মাত্র রোমান্টিক সং, আমারও একমাত্র পছন্দের শিল্পী অরিজিৎ সিং’। কোন ছবির গান তা স্পষ্টভাবে না লিখলেও এই মুহূর্তে অনন্য মামুন শাকিবকে নিয়ে যৌথ প্রযোজনার ছবি তৈরির কাজ করছেন। তাই ভক্তদেরও বুঝতে খুব বেশি সমস্যা হয়নি, কোন ছবির কথা বলছেন মামুন।

অনন্য মামুনের সেই পোস্টে এক শাকিবভক্ত মন্তব্য করে জানতে চেয়েছেন কবে থেকে শুরু হবে সিনেমার শুটিং? তার জবাবে এই নির্মাতা জানিয়েছেন, ১০ সেপ্টেম্বর থেকে।জানা গেছে, এই সিনেমার জন্য ইতোমধ্যেই বলিউডের নেহা শর্মা ও রিয়া চক্রবর্তীর সঙ্গে কথাবার্তা চলছে। তাদের কাউকে জুটি বাধতে দেখা যেতে পারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে।

আরও দেখুনঃ
