এন্টারটেইনমেন্ট জি-লাইভ24 নিউজ আপডেটে আপনাকে স্বাগত।
এই সাপ্তাহের প্রধান খবর :
- আর্টসেলই সব
- সিনেমা ফ্লপ নিয়ে, মুখ খুললেন অক্ষয়
- টম ক্রুজের সিনেমাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল ‘ আর আর আর ’
- খোলামেলা পোশাকে বিদ্রূপের শিকার
- দুই ঘণ্টায় দুই দিনের কাজ সারলেন শাহরুখ খান
- ‘মুড়ির টিন’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলা
- সোহেল মন্ডলঃঅভিনেতা হিসেবে মরতে চাই
- সাবস্ক্রিপশন ফি কমালো নেটফ্লিক্স
- শাকিব খানের সিনেমা থেকে সরে গেলেন পূজা চেরী!
- ডেটিংয়ে যাওয়া যাবে নোরার সঙ্গে তবে একটি শর্ত আছে
- বিপাকে সানাই মাহবুব ,বেড়েই চলেছে উচ্চতা
অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ অনেকটাই ছিল উন্মুক্ত ,খোলামেলা পোশাকে বিদ্রূপের শিকার অভিনেত্রী
আর্টসেলই সব
‘বিনা মূল্যে’ গান শোনার এই যুগেও ৩০০ টাকায় অ্যালবামটি কিনছেন আর্টসেলের ভক্তরা…
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয় অ্যালবাম অতৃতীয় নিয়ে এল আর্টসেল। অ্যালবামটি ২৩ ফেব্রুয়ারি ‘গান’ অ্যাপে মুক্তি পেয়েছে, আগামী ৯ মার্চ স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে। ঢাকার গুলশানের এটিএল স্টুডিওতে অতৃতীয় নিয়ে ‘বিনোদন’-এর সঙ্গে আড্ডায় বসেছিলেন ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট লিংকন, ড্রামার সাজু, অ্যালবামের প্রযোজক ও গিটারিস্ট জুয়েল ও লিড গিটারিস্ট ফয়সাল। দেশের বাইরে থাকায় ছিলেন না শুধু গিটারিস্ট সেজান
সিনেমা ফ্লপ নিয়ে, মুখ খুললেন অক্ষয়
সময় এখন সঙ্গে নেই অক্ষয় কুমারের। গত বছরের মতো চলতি বছরও তাঁর সিনেমায় হলবিমুখ দর্শক। ২৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘সেলফি’। সিনেমার প্রচারে কোনো রকম ঘাটতি না রাখলেও তাঁর সিনেমা দেখতে হলে ফেরাতে পারেননি দর্শকদের। গত ১৪ বছরে সবচেয়ে খারাপ ওপেনিং দিয়ে শুরু ‘সেলফি’র। এ নিয়ে টানা ৫টি সিনেমা ফ্লপ! তাহলে কি ফুরিয়ে এসেছে অক্ষয়ের সময়? ফিরে আসছে অতীতের সেই দিন, যখন একের পর এক ছবি ফ্লপ হতো অক্ষয়ের।

সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিলেও দর্শক ভালো সিনেমা উপহার দিতে বদ্ধপরিকর এ বলিউড অভিনেতা। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অক্ষয় বলেন, ‘পরপর সিনেমা ফ্লপ হলে বুঝতে হবে, নতুন করে ভাবার এবং নিজেকে বদলানোর সময় এসেছে।’
২৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘সেলফি’। সিনেমার প্রচারে গিয়ে ৩ মিনিটে ১৮৩টি সেলফি তুলে নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রচারে ওয়ার্ল্ড রেকর্ড গড়লেও মুক্তির প্রথম সিনেমাটি আয় করে মাত্র ২.৫৫ কোটি রুপি।
টম ক্রুজের সিনেমাকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেল ‘ আর আর আর ’
প্যান ইন্ডিয়া সিনেমা ‘আরআরআর’-এর জয়রথ চলছেই। শুধু বক্স অফিসে নয়, আন্তর্জাতিক পুরস্কার মঞ্চেও দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি। জিতে নিচ্ছে একের পর এক আন্তর্জাতিক পুরস্কার। এবার জয় করেছে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। সমালোচকদের চোখে সেরা বিদেশি সিনেমা, সেরা অ্যাকশন সিনেমা ও সেরা স্টান্টস বিভাগে সেরা হয়েছে ‘আরআরআর’। সেরা মৌলিক গান এই সিনেমার গান ‘নাটু নাটু’।
সেরা অ্যাকশন সিনেমা বিভাগে ছিল ‘দ্য ব্যাটম্যান’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’, টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’-এর মতো সিনেমা। সবাইকে পেছনে ফেলে এই বিভাগে পুরস্কার জিতে নিয়েছেন রাম চরণ ও জুনিয়র এনটিআরের ‘আরআরআর’। সিনেমার সাফল্যে উচ্ছ্বসিত পরিচালক।
খোলামেলা পোশাকে বিদ্রূপের শিকার
সিনেমার প্রচার, বিজ্ঞাপনী সংস্থার প্রচার, পুরস্কার প্রদান অনুষ্ঠান—প্রতিদিনই নানা আয়োজনে পাওয়া যায় বলিউড অভিনেতা-অভিনেত্রীদের। কোনো অনুষ্ঠানে তারকাদের হাজির হওয়া মানেই যেন কোনো না কোনো আলোচনা তৈরি হওয়া। যেমন সম্প্রতি এক অনুষ্ঠানে শিল্পা শেঠির পোশাক নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। শিল্পাসহ অন্য তারকাদের গল্প জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।

গত শুক্রবার রাতে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় বিগ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে মালাইকা অরোরা, রোহিনি আইয়ার, হিনা খানরা থাকলেও আলাদাভাবে আলোচনা হয় শিল্পা শেঠিকে নিয়ে, অনুষ্ঠানে সাদা রঙের জাম্পস্যুট পরেছিলেন শিল্পা। পোশাকটিতে অভিনেত্রীর ঊর্ধ্বাঙ্গ অনেকটাই ছিল উন্মুক্ত। এরপরই ছবিটি নিয়ে চর্চা শুরু হয় নেট-দুনিয়ায়। তাঁর অনেক ভক্ত এ ধরনের খোলামেলা পোশাক পরার জন্য শিল্পার সমালোচনা করেন।
দুই ঘণ্টায় দুই দিনের কাজ সারলেন শাহরুখ খান
হাজার কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘পাঠান’। সিনেমার সাফল্যে প্রশংসায় ভাসছেন ‘কিং খান’। এবার তাঁকে প্রশংসায় ভাসালেন বলিউডের বিখ্যাত পরিচালক রাজকুমার হিরানি। এই পরিচালকের পরবর্তী সিনেমায় অভিনয় করছেন শাহরুখ।
প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ। তাঁর ‘ডানকি’ সিনেমার প্রধান চরিত্রে দেখা যাবে শাহরুখকে। রাজকুমার হিরানি সব সময় তাঁর সিনেমার গল্প লুকিয়ে রাখতে পছন্দ করেন। তাই এই সিনেমার গল্পও প্রকাশ করেননি। সিনেমাটি নিয়ে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজকুমার হিরানি। সেখানে শাহরুখের সঙ্গে তাঁর প্রথম কাজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি প্রশংসা করেন অভিনেতার।
‘মুড়ির টিন’ দিয়ে শুরু কোক স্টুডিও বাংলা
চট্টগ্রাম, সিলেট এবং খুলনার স্থানীয় ভাষায় গাওয়া গান ‘মুড়ির টিন’ দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুম। গতকাল দেশের ছয়টি স্থানে বিশেষ স্ক্রিনিংয়ের মাধ্যমে নতুন মৌসুমের প্রথম গানটি প্রকাশ করে তারা।
বিশেষ প্রদর্শনীর একটি হয় রাজধানীর রবীন্দ্রসরোবরে। অনুষ্ঠান শুরুর অনেক আগে থেকেই রবীন্দ্রসরোবর লোকে লোকারণ্য। কোক স্টুডিও যে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, তরুণ–তরুণীদের এই ঢল দেখেই তা বোঝা গেছে। প্রথম মৌসুমের ১১টি গানের ম্যাশআপের সঙ্গে নাচের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব ও সংগীতশিল্পী প্রীতম হাসান। এ ছাড়া ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) এলাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং সিলেটের হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সাস্ট) উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।
সোহেল মন্ডলঃঅভিনেতা হিসেবে মরতে চাই
বাংলাদেশ ও ভারতে মুক্তিপ্রাপ্ত যৌথ প্রযোজনায় ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তরুণ অভিনেতা সোহেল মন্ডল; সিনেমাটি নিয়ে ‘বিনোদন’-এর মুখোমুখি হলেন ‘তাকদীর’, ‘ঊনলৌকিক’, ‘বলি’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া এ অভিনয়শিল্পী।
সাবস্ক্রিপশন ফি কমালো নেটফ্লিক্স
বাংলাদেশসহ ১০০টিরও বেশি দেশে সাবস্ক্রিপশনের চার্জ কমাচ্ছে নেটফ্লিক্স। মূলত স্বল্পআয়ের দেশগুলোতে সাবস্ক্রিপশন ফি কমানো হচ্ছে।
যেসব দেশে নেটফ্লিক্সের দর্শক কম সেগুলোতে নিজেদের প্রসার বাড়াতেই এহেন পদক্ষেপ নিয়েছে স্ট্রিমিংসেবার প্রতিষ্ঠানটি। এ অনুযায়ী এশিয়া, আমেরিকা, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ফলে বিশ্বের প্রায় এক কোটিরও বেশি নেটফ্লিক্স গ্রাহক সুবিধাভোগী হবেন। স্বাধীন গবেষণা সংস্থা অ্যাম্পিয়ার অ্যানালাইসিস এ তথ্য জানিয়েছে।এরইমধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি বাজারে দাম কমিয়েছে নেটফ্লিক্স। বেসিক সাবস্ক্রিপশন প্ল্যানের দাম সর্বোচ্চ ৫০% ও অন্যান্য প্ল্যানেও ১৭% থেকে ২৫% দাম কমানো হবে।

শাকিব খানের সিনেমা থেকে সরে গেলেন পূজা চেরী!
ঢাকাই সিনেমার হালের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জলি চেরীকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম ঢালিপাড়া। সাম্প্রতিক কালে অকস্মাৎ করেই এফবিতে সামনে দোষ করে সামনে ক্ষমা চান পূজা। এরপর বইমেলায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের পদ্যের বইয়ের প্রচারণায়ও দেখা যায় তাকে।
এরপর থেকেই গুঞ্জন ওঠে, জাজে ফেরা মানে শাকিব খানের সাথে আর জুটি বাঁধতে নাও দেখা যেতে পারে পূজাকে। এবার তেমনটাই ইঙ্গিত দিলেন নিউ প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী।২০২২ বর্ষের অক্টোবরে শাকিব খানের আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় “মায়া” নামের সিনেমা। সেই টাইমে জানা যায়, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন ভজনা চেরী। পরিচালক জানিয়েছিলেন, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন এই সালের মার্চে।
তবে, সেই মার্চে আসার দুদিন আগেই সিনেমাটি হতে নিজেকে সরিয়ে নিলেন পূজা!
ডেটিংয়ে যাওয়া যাবে নোরার সঙ্গে তবে একটি শর্ত আছে
ভারতের বাইরে থেকে এসে যেসব অভিনেত্রী বলিউডে দাপিয়ে কাজ করছেন তাদের মধ্যে নোরা অন্যতম।নোরাকে ডেটে নিয়ে যেতে গেলে যে বিশেষ কাজটি তার প্রেমিককে করতেই হবে, তা জানিয়েছেন নোরা। তা শুনে হাসির রোল ওঠে কপিল শর্মার মঞ্চে।

নোরা তার অভিনব দাবির কথা জানান। নোরার কথায়, তিনি যদি কারও সঙ্গে ডেটে যান, তাহলে খরচ দিতে হবে সেই পুরুষকেই। নোরার এমন দাবি শুনে শোয়ের বিচারক অর্চনাপূরণ সিংহ বলেন, ‘সময় বদলে গিয়েছে। মেয়েরা বিল মেটান। ’ সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে নোরা বলেন, ‘তোমাদের ক্ষেত্রে বদলেছে। তবে আমার ক্ষেত্রে এটাই নিয়ম। ’এই কথা বলে নোরা রীতিমতো ভাইরাল।
বিপাকে সানাই মাহবুব ,বেড়েই চলেছে উচ্চতা
বিপাকে সানাই মাহবুব , কৃত্রিম উপায়ে স্তনের আকার বৃদ্ধি করে আলোচনায় এসেছিলেন তথাকথিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।

সেসময় সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে দেখা যায় নেটিজেনদের। আবার অনেকে ‘অস্বাভাবিক ব্রেষ্ট ইমপ্ল্যান্টের’র পার্শ্ব-প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে স্বাস্থ্যের যত্ন নিতে বলেন এই অভিনেত্রীকে। কিন্তু সেসব গায়ে মাখেননি তিনি। এবার অদ্ভুত এক শারিরিক জটিলতায় পড়েছেন সানাই। জানিয়েছেন, দিন দিন তার উচ্চতা বেড়েই চলেছে। যা নিয়ে বিপাকে আছেন তিনি।
আরও দেখুনঃ

১ thought on “খোলামেলা পোশাকে বিদ্রূপের শিকার অভিনেত্রী | সারা সপ্তাহের খবর”