বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : সালমানকে কে দেয়া হলো হুমকি, আবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী দলজিৎ কৌর, মামলা নেয়নি পুলিশ, শাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ, মাহির কারামুক্তির পেছনে যে ‘দুই কারণ’, ৬ ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মাহি, মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া, শাকিবকে নোটিশ পাঠাচ্ছে সমিতি, মামলায় উল্টো ফেঁসে যাচ্ছেন শ্রাবন্তী

সালমানকে কে দেয়া হলো হুমকি | সারা সপ্তাহের খবর
সালমানকে কে দেয়া হলো হুমকি
বলিউড সুপারস্টার সালমান খানকে জেল থেকে হুমকি দিয়েছেন গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডে অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। সম্প্রতি এবিপি নিউজ-এর স্পেশাল শো ‘অপারেশন দুরন্ত’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, লরেন্স বিষ্ণোই আট বছর ধরে জেলবন্দী।
আবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী দলজিৎ কৌর
দুঃসহ অতীত ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কৌর। প্রেমিক ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে সাতপাক ঘুরলেন তারকা। গতকাল শনিবার এ যুগলের চার হাত এক হয়েছে। ছেলে এবং সৎ মেয়েকে নিয়েই এদিন তারা বিয়ে সারেন।
মামলা নেয়নি পুলিশ, শাকিবকে আদালতে যাওয়ার পরামর্শ
মানহানি ও মিথ্যাচার খবর প্রচার করায় প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক শাকিব খানের মামলা নেয়নি গুলশান থানা পুলিশ। তবে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
মাহির কারামুক্তির পেছনে যে ‘দুই কারণ’
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর কারাগারে প্রায় ৬ ঘণ্টা অবস্থান শেষে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটে তাকে কারাগারে নেওয়া হয়। আর মুক্তি মেলে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।
জামিনের পেছনে দুটি কারণের কথা বলেছেন মাহির আইনজীবী রিপন চন্দ্র সরকার। তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ আদালত এই গ্রাউন্ডে মঞ্জুর করেছেন যে, উনি একজন নারী, আর উনি অন্তঃসত্ত্বা।’

৬ ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে গাজীপুর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন।
মাহিকে নিয়ে মুখ খুললেন জয়া
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আজ শনিবার সকালে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে মাহি আট মাসের অন্তঃসত্ত্বা। আর এই সময়ে এসে মাহির সঙ্গে ঘটে যাওয়া এমন ঘটনা সহজভাবে মেনে নিতে পারছে না তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।
কথা বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তার ভাষায়, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম। পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্তা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।’
শাকিবকে নোটিশ পাঠাচ্ছে সমিতি
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। যেখানে তিনি তুলে ধরেন, শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ।

মামলায় উল্টো ফেঁসে যাচ্ছেন শ্রাবন্তী
সাবেক স্ত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’এ মামলা করেছেন রোশান। যদি স্বামী বা স্ত্রী কোনো সঙ্গত কারণ ছাড়াই বাড়ি ছেড়ে বা দাম্পত্য সম্পর্ক ছেড়ে চলে যান তা হলে অপরজন এ মামলা করতে পারেন।
রোশানের অভিযোগ, শ্রাবন্তী নাকি কোনো সঙ্গত কারণ ছাড়াই তাকে ছেড়ে চলে গেছেন। এ ক্ষেত্রে রোশান যদি মামলায় জয়ী হন তা হলে আদালতের নির্দেশে আবারও সাবেক স্বামীর কাছেই ফিরতে বাধ্য থাকবেন শ্রাবন্তী।
আরও দেখুনঃ

১ thought on “সালমানকে কে দেয়া হলো হুমকি | সারা সপ্তাহের খবর”