সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করে পস্তাচ্ছেন উরফি। ২০২১ সালে ‘বিগ বস ওটিটি সিজন ১’-এ মাত্র দুই সপ্তাহ দেখা গিয়েছিল উরফি জাভেদকে। কিন্তু এই রিয়েলিটি শো তাকে এনে দেয় পরিচিতি। আর বিগ বসের ঘর থেকে বের হওয়ার পর নিজের পরিচয় গড়ার কাজটা আরও মজবুত করে ফেলেন।তার বিশেষত্বই হল, অদ্ভুত ফ্যাশনে নিজেকে উপস্থাপন করা। চটের বস্তা থেকে শুরু করে কাগজ, মোবাইলের সিম, কাগজের ফুল, ভাঙা কাচ, সবকিছু দিয়েই বানিয়ে ফেলতে পারেন কেতাদুরস্ত পোশাক। আর সেসব পোশাকে হাজির হন সোশ্যাল মিডিয়ায়।
সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করে পস্তাচ্ছেন উরফি
তবে এবার বেশ বিপদেই পড়েছেন এই সোশ্যাল মিডিয়ার এই পরিচিত মুখ। সোমবার সামাজিক মাধ্যমে তিনি জানান, চোখে আই ফিলার করিয়েছিলেন। আর তা ঠিকঠাক হয়নি। যার ফলে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়েছে তার।এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এদিন মেকআপ ছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতে সেলফি পোস্ট করেন উরফি। সেই ছবিতে তাকে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর সঙ্গে ক্যাপশনে বর্ণনা করেন নিজের বর্তমান হাল।

উরফি লেখেন, ‘আমার চোখের তলার কালি নিয়ে এত ট্রোল হত যে আই ফিলার করাতে যাই। এখন আমার চোখ দুটো একেবারে জঘন্য লাগছে। চোখের তলাগুলো অসমান আর অদ্ভুত হয়ে রয়েছে। মেকআপও ঢাকতে পারবে না আমার চোখের নিচের বিচ্ছিরি চামড়া। আমি কেন এরকমটা করলাম নিজের সঙ্গে!’

প্রসঙ্গত, দিনকয়েক আগেই উরফির একটা ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে তাকে জিম থেকে বের হতে দেখা যায়। আর সামনে পাপারাজ্জিরা আছে জানতে পেরেই নিজের মুখ ঢেকে ফেলেন। একেবারে দৌঁড়েই গাড়িতে গিয়ে ওঠেন। পরে জানা যায়. মেকআপ ছাড়া চেহারা দেখাতে চান না বলেই ছবি তুলতে দিতে রাজি হননি।

আরও দেখুনঃ

১০ thoughts on “সৌন্দর্য বাড়াতে অস্ত্রোপচার করে পস্তাচ্ছেন উরফি”