অপর্ণা ঘোষ বাংলাদেশী মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা চারের একজন নির্বাচিত হন। প্রাথমিকভাবে মডেলিংয়ে কমর্জীবনের শুরুতে তিনি টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তিনি প্রায় আশির অধিক টেলিভিশন খন্ডনাটক, ধারাবাহিক এবং টেলিছবিতে অভিনয় করেছেন। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার (২০০৯) চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন।
অপর্ণা ঘোষ

প্রাথমিক জীবন
অপর্ণা ঘোষের জন্ম ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গামাটি। ছেলেবেলা কেটেছে রাঙামাটি[৪] এবং চট্টগ্রাম শহরে। তিনি রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন। তার বাবা অলোক ঘোষ একজন মঞ্চ অভিনেতা ছিলেন।

কর্মজীবন
অপর্ণা শুরুতে মঞ্চে অভিনয় করতেন। বাবার অভিনয়ে আকৃষ্ট হয়ে ২০০৩ সালের দিকে নান্দিকার নামে চট্টগ্রামের একটি স্থানীয় থিয়েটার দলে মঞ্চকর্মী হিসেবে যোগ দেন তিনি। তার প্রথম অভিনীত এস এম সোলায়মানের কোর্ট মার্শাল। এরপর মঞ্চে উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো, দ্য মার্চেন্ট অব ভেনিস, পাপপূর্ণ সহ একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। নান্দিকারের সঙ্গে তিনি এছাড়াও পাপ-পুণ্য, জ্ঞানবৃক্ষের ফল, গোড়ায় গলদ ইত্যাদি নাটকে অভিনয় করেন।
২০১৬ সালে জসীম উদ্দীনের আয়না ছোটগল্প অবলম্বনে নির্মিত দর্পণ বিসর্জন চলচ্চিত্রে বকুল চরিত্রে উপস্থিত হন তিনি। ২০১৭ সালে অপর্ণার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ভুবন মাঝি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক এই চলচ্চিত্রে তিনি পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ফরিদা চরিত্রে অভিনয় করেন।

চলচ্চিত্র
| নাম | বছর | চরিত্র | পরিচালক |
| থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার | ২০০৯ | মোস্তফা সরয়ার ফারুকী | |
| মৃত্তিকা মায়া | ২০১৩ | ফাহমিদা | গাজী রাকায়েত |
| মেঘমল্লার | ২০১৪ | আসমা | জাহিদুর রহিম অঞ্জন |
| সুতপার ঠিকানা | ২০১৫ | সুতপা | প্রসূন রহমান |
| দর্পণ বিসর্জন | ২০১৬ | বকুল | সুমন ধর |
| ভুবন মাঝি | ২০১৭ | ফরিদা | ফাখরুল আরেফিন খান |
| অন্ত্যেষ্টিক্রিয়া | ২০২০ | হোসনে মোবারক রুমি |
আরও দেখুনঃ

৩ thoughts on “অপর্ণা ঘোষ । মডেল এবং টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী”