আজমেরী হক বাঁধন( যিনি পর্দায় বাঁধন নামে পরিচিত) একজন বাংলাদেশী অভিনেত্রী ও মডেল। তিনি ২০০৬ সালে অনুষ্ঠিত সুন্দরী প্রতিযোগিতা লাক্স-চ্যানেল আই সুপারস্টারে রানার-আপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি রেহানা মরিয়ম নূর (২০২১) চলচ্চিত্রে অভিনয় করে ভীষন প্রশংসিত হন এবং কান চলচ্চিত্র উৎসবে দর্শকবৃন্দ উঠে দাড়িয়ে অভ্যর্থনা প্রদান করেন।
আজমেরী হক বাঁধন

প্রাথমিক জীবন
বাঁধনের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকাতে। তারা বাবা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ছিলেন।
শিক্ষাজীবন
বাবার কর্মসূত্রে স্কুল জীবনে রাজবাড়ী, ভোলাসহ বিভিন্ন জেলার ৭টি ভিন্নভিন্ন স্কুলে পড়েছেন তিনি। ২০০০ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন ঢাকার মনিপুর স্কুল ও কলেজ থেকে। ২০০২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন শহীদ আনোয়ার গার্লস স্কুল কলেজ থেকে। পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে তিনি সরকারি বৃত্তি লাভ করেন। ১৯৯৭ সালে তিনি সপ্তম শ্রেণিতে পড়েন।
তিনি ২০০২-০৩ সেশনে বাংলাদেশ মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি মেডিকেলে পড়ার সময় প্রথম বর্ষে অ্যানাটমিতে সারা বাংলাদেশে ৪র্থ স্থান অধিকার করেন। ২০০৯ সালে তিনি চিকিৎসাবিদ্যায় সনদ অর্জন করেন। মেধাবী শিক্ষার্থী হিসেবে মেডিকেল কলেজে আলোচিত ছিলেন বাঁধন। তিনি বিএমডিসি নিবন্ধিত একজন চিকিৎসক।

আজমেরী হক বাঁধনের ক্যারিয়ার
চলচ্চিত্র
- নিঝুম অরণ্যে (২০১০)
- রেহানা মরিয়ম নূর (২০২১)
- নাটক
- বুয়াবিলাস
- শুভবিবাহ
- “নিয়তির লেখা”
- “এক মুঠো স্বপ্ন”
- “আগুন মুখো টিপ”
- “অদৃশ্য ভালোবাসা “

ধারাবাহিক নাটক
- চাঁদ ফুল অমাবস্যা
- বিজি ফর নাথিং
- এয়ারকম
- চৈতা পাগল
- রঙ
ওয়েব সিরিজ
- রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি

পুরস্কার
এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) সেরা অভিনেত্রীর পুরস্কার। রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রে রেহানা চরিত্রে অভিনয়ের জন্য।
আরও দেখুনঃ

১ thought on “আজমেরী হক বাঁধন । অভিনেত্রী ও মডেল”