সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করছি : সামান্থা

সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করছি  , দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু রুপালি পর্দায় জগতে ১৩ বছর পূর্ণ করলেন। ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তার অভিনীত প্রথম সিনেমা ‘ইয়ে মায়া চেসভ’। তেলেগু এই সিনেমা দিয়েই প্রাক্তন স্বামী দক্ষিণী তারকা নাগা চৈতন্যের সঙ্গে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থার। বিশেষ দিনটির উদযাপনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তা আর ভালোবাসার বন্যায় ভেসেছন অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিনেত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান টু’-এর নির্মাতা রাজ ও’ ডিকে।সামান্থার উদ্দেশে নিজেদের ইনস্টাগ্রাম পেজে রাজ ও ‘ডিকে লেখেন, ‘অসাধারণ ক্যারিয়ার ও অবিশ্বাস্য যাত্রা।’

 

সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করছি : সামান্থা

সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করছি : সামান্থা

শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক তারকা। অভিনেত্রীও সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন।ইনস্টাগ্রামে এক পোস্টে সামান্থা লেখেন, ‘সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে’ কৃতজ্ঞ বোধ করছি। আগে অনেক কিছু আমাকে প্রভাবিত করত, এখন আর করে না। প্রতিদিন শুধু ভালোবাসা ও কৃতজ্ঞতার জোয়ার।’

 

সমস্ত ভালবাসা এবং স্নেহের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ বোধ করছি : সামান্থা

 

তার কথায়, ‘ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন এবং চিরকালের জন্য। আজ আমি যা, সব তোমাদের জন্যই।’এদিকে জনপ্রিয় সুপারহিরো সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ ‘সিটাডেল ইন্ডিয়া’র শুটিংয়ে ব্যস্ত সামান্থা। এতে তার সঙ্গে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এটি পরিচালনায় রয়েছেন রাজ ও ‘ডিকে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment