গেরুয়া বিকিনিতে সানিয়া | সারা সপ্তাহের খবর

বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : গেরুয়া বিকিনিতে সানিয়া, নিজেকে ‘ক্যাট ওম্যান’ভাবছেন শিল্পা শেঠি, দুইবারের অস্কারজয়ী টম হ্যাংকস যখন বাজে অভিনেতা, কার হাতে উঠছে এবার অস্কার, সত্য ঘটনার কাল্পনিক রূপ ‘মারকিউলিস’, জেনা ওর্তেগার অনুসারী বেড়েছিল ১০ দিনে ১ কোটি, সানি লিওনিকে কারণ ছাড়াই হেনস্তা করা হচ্ছে জানালেন আদালত, ফেরদৌসের বাসায় এক দিনের জন্য ঋতুপর্ণা, যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা ডি’ক্রুজ, অস্কারে নেই লেডি গাগা

 

গেরুয়া বিকিনিতে সানিয়া | সারা সপ্তাহের খবর

গেরুয়া বিকিনিতে সানিয়া | সারা সপ্তাহের খবর

 

গেরুয়া বিকিনিতে সানিয়া

‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’ দিয়ে তুমুল আলোচনায় ছিলেন দীপিকা পাড়ুকোন। গানটিতে তাঁর গেরুয়া রঙের বিকিনি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার গেরুয়া বিকিনিতে পাওয়া গেল আরেক বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে

নিজেকে ‘ক্যাট ওম্যান’ভাবছেন শিল্পা শেঠি

শুরু হয়েছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক ২০২৩’। আগামী রোববার পর্যন্ত এই ফ্যাশন উৎসব চলবে। এবারের আসর বসেছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে।  এই আসর আরও জমজমাট তারকাদের দ্যুতিতে।  সম্পূর্ণ অন্য লুকে ধরা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি।  নিজেকে বর্ণনা করার সময় তিনি বলেন, ‘আমার নিজেকে “ক্যাট ওম্যান” মনে হচ্ছে। 

দুইবারের অস্কারজয়ী টম হ্যাংকস যখন বাজে অভিনেতা

রেজি প্যারোডি পুরস্কারটিতে বাজে সিনেমা, অভিনয়শিল্পীদের ‘পুরস্কৃত’ করা হয়। তবে এবারের রেজিতে বড় চমক টম হ্যাংকস। গত শনিবার রাতে অনুষ্ঠিত পুরস্কার অনুষ্ঠানে দুইবার অস্কারজয়ী এই অভিনেতাকে দেওয়া হয়েছে দুটি রেজি। বাজে সিনেমার পুরস্কার হলে কী হবে, অস্কারের ঠিক আগেভাগে প্রদত্ত এই অ্যাওয়ার্ডটি ভালোই উপভোগ করেন সিনেমাপ্রেমীরা। রেজি কর্তৃপক্ষ নিজেদের বলে অস্কারের ‘আগলি কাজিন’।

কার হাতে উঠছে এবার অস্কার

আজ রাতে সছে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। অস্কার পাবার তালিকায় আছে অনেকে তা দেখা যাকঃ ‘এভরিথিং এভরিহয়ার’ ক্রিটিকস চয়েজ, ডিরেক্টরস গিল্ড, গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস জেতার পর বাকি আছে কেবল অস্কার।

‘দ্য ওম্যান কিং’-এর জন্য অনেকে মনে করেছিলেন, জিনা প্রিন্স-বাইদারহুড এই ক্যাটাগরিতে মনোনয়ন পাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। ‘এভরিথিং এভরিহয়ার’-এর জন্য সেরা অভিনেত্রী হবেন মিশেল ইয়ো—বেশির ভাগ সমালোচক এমনটাই মনে করেন। এই বিভাগে ইয়োর শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন টার সিনেমার কেট ব্লানচেট। অনেকে বলছেন ‘আফটারসান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য পল মেসক্যাল পুরস্কার পাবেন, তেমনই সম্ভাবনা আছে ‘দ্য বানশিজ অব ইনশেরিন’ অভিনেতা কলিন ফেরেলেরও।

সত্য ঘটনার কাল্পনিক রূপ ‘মারকিউলিস’

চরকি অরিজিনালস ‘ইন্টার্নশিপ’ মুক্তির পর প্রশংসিত হচ্ছে। রেশ কাটতে না কাটতেই শনিবার জানানো হলো, মারকিউলিস নামে নতুন আরেকটি ওয়েব সিরিজ খুব শিগগিরই মুক্তি পাচ্ছে।জানিয়েছে, সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে ‘মারকিউলিস’। 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

জেনা ওর্তেগার অনুসারী বেড়েছিল ১০ দিনে ১ কোটি

রাতারাতি জনপ্রিয় জেনা ওর্তেগার ক্যারিয়ার। অভিনয় করলেও তরুণ এই অভিনেত্রীকে চিনত অল্প মানুষই। কিন্তু গত বছর নেটফ্লিক্সের সিরিজ ‘ওয়েনসডে’ দিয়ে রাতারাতি হয়ে ওঠেন সারা দুনিয়ার তরুণদের পছন্দের পাত্রী। সেটা এতটাই যে মাত্র ১০ দিনেই তাঁর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা এক কোটি বেড়ে যায়।

সানি লিওনিকে কারণ ছাড়াই হেনস্তা করা হচ্ছে জানালেন আদালত

বলিউডের অভিনেত্রী সানি লিওনি, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তাঁদের এক কর্মীর বিরুদ্ধে মামলা করেছিল কেরালার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েও অনুষ্ঠানে এসে পারফর্ম করেননি বলিউডের এই অভিনেত্রী। তবে সানির বিরুদ্ধে প্রতারণার এ অভিযোগ ভিত্তিহীন বলে মনে করছেন কেরালার হাইকোর্ট।

ফেরদৌসের বাসায় এক দিনের জন্য ঋতুপর্ণা

চিত্রনায়ক ফেরদৌসের ডিওএইচএসের বাসায় এক দিনের অতিথি হলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। একটি অনুষ্ঠানে গতকাল শুক্রবার তিনি ঢাকায় আসেন। এসেই বন্ধু ফেরদৌসের বাসায় ওঠেন। জানা গেছে, নারায়ণগঞ্জ ক্লাবের ১৩০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে ঋতুপর্ণার এবারের ঢাকায় আসা। রাতে ক্লাবের অনুষ্ঠান শেষে ফেরদৌসের সঙ্গে তাঁর বাসায় যান অভিনেত্রী। 

যে কারণে দক্ষিণি সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা ডি’ক্রুজ

২০১২ সালে সর্বশেষ তামিল সিনেমা করেন অভিনেত্রী, ‘নানবান’ নামে সে সিনেমাটি প্রশংসিত হয়েছিল। তবে সম্প্রতি নতুন একটি তামিল সিনেমায় অভিনয় করার কথা ছিল ইলিয়ানার। অভিযোগ উঠেছে, সেই সিনেমায় পারিশ্রমিক নিয়েও অভিনয় করেননি তিনি। এ জন্য ছবিটির পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সে অভিযোগ আমলে নিয়েই তামিল সিনেমায় নিষিদ্ধ করা হয়েছে ইলিয়ানাকে।

 

গেরুয়া বিকিনিতে সানিয়া | সারা সপ্তাহের খবর

 

অস্কারে নেই লেডি গাগা

লেডি গাগা সর্বশেষ ২০১৯ সালের অস্কারে পারফর্ম করেছিলেন। ওই আসরে তাঁর গান ‘আ স্টার ইজ বর্ন’ সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছিল। কেবল গানেই নয়, একই আসরে গাগা সেরা অভিনেত্রী হিসেবেও মনোনীত হয়েছিলেন। কিন্তু অস্কারের ৯৫তম আসরে নেই তিনি। অস্কারের আসরে গান পারফর্ম করার কথা ছিল গায়িকা-অভিনেত্রীর। 

অস্কারের প্রযোজক গ্লেন ওয়েইস বলেন, ‘৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের জন্য মনোনীত পাঁচটি গানের শিল্পীদের পারফর্ম করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। লেডি গাগার সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক। কিন্তু তিনি এখন একটি সিনেমার শুটিংয়ে আছেন। যে কারণে সব সময় তিনি যেভাবে পারফর্ম করেন, সেভাবে পারফর্ম করার প্রস্তুতি নিতে পারবেন না। তাই তিনি এই শোতে পারফর্ম করতে যাচ্ছেন না।’

আরও দেখুনঃ

Leave a Comment