গ্রেফতার মাহিয়া মাহি | সারা সপ্তাহের খবর

বিনোদন নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : গ্রেফতার মাহিয়া মাহি, মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা, মাহির স্বামীর বিরুদ্ধে কোটি টাকার জমি দখলের অভিযোগ, বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ, ‘ঢুকলেই গুলি’!লিখলেন কঙ্গনা, ধর্মের জন্য ছেড়ে দিয়েছিলেন বিনোদন জগৎ, শ্রাবন্তী পড়েছেন নতুন প্রেমে , ওয়েব সিরিজে একসঙ্গে মিম-নাঈম, হিমাচলের পাহাড়ে সারা,  দক্ষিণি ছবি রেকর্ড ভাঙতে পারে ‘কেজিএফ’ এর

 

গ্রেফতার মাহিয়া মাহি | সারা সপ্তাহের খবর

গ্রেফতার মাহিয়া মাহি | সারা সপ্তাহের খবর

 

গ্রেফতার মাহিয়া মাহি

নায়িকা মাহিয়া মাহি গ্রেফতার হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই দিন রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

মাহি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দুটি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।  শুক্রবার রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

মাহির স্বামীর বিরুদ্ধে কোটি টাকার জমি দখলের অভিযোগ

চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাসন থানার দিঘীরচালা এলাকার মো. ইসমাইল হোসেন। এ সময় লিখিত বক্তব্যে রাকিব সরকারের বিরুদ্ধে জমি দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ নানা অপকর্মের কথা তুলে ধরেন তিনি।

বোল্ড ছবি নিয়ে যা বললেন নিপুণ

মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে বোল্ড অবতারে নিজের একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কোনো ছবিতে এমন লুকে নিপুনকে তেমন একটা দেখা যায়নি। ফলে তার বোল্ড ছবি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।

শর্ট গাউন পরা সেই ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘গুড নাইট।’ সেই পোস্টের নিচে অনেকেই নানারকম মন্তব্য করেছেন। তাদের মধ্যে অন্যতম একজন চিত্রনায়ক ওমর সানী। তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, ‘বুঝলাম না’। অনেক প্রশ্নের পর অবশেষে নায়িকা জানালেন, এটি তার নতুন একটি সিনেমার স্ক্রিন টেস্টের ছবি।

‘ঢুকলেই গুলি’!লিখলেন কঙ্গনা

বলিউডের বিতর্কিত নায়িকাদের মধ্যে প্রথমেই নাম আসে কঙ্গনা রানাউতের। দীর্ঘ ক্যারিয়ারে বহু বিতর্কে জড়িয়েছেন, তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার বাড়ির নেমপ্লেট। যেখানে লেখা ‘অনুপ্রবেশকারীদের গুলি করা হবে’। 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ধর্মের জন্য ছেড়ে দিয়েছিলেন বিনোদন জগৎ

২০২০ সালে মুফতি আনাস সাইয়াদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানা খান। বিয়ের পরই বিনোদন জগৎ থেকে সরে যান এবং পুরোপুরিভাবে ইসলামের পথে চলে আসেন। সম্প্রতি একটি ধার্মিক চ্যানেলে দেখা মিলল সানা খান এবং তার স্বামী মুফতি আনাসের। সেখানে তারা তাদের এই ধার্মিক সফর, মনোভাব ইত্যাদি নিয়ে কথা বলেন। জানান কীভাবে কোন জিনিস তাদের বিনোদন জগতের আলো থেকে ধর্মের পথে চালিত করে। এখানে অভিনেত্রী এবং তার স্বামী জানান তাদের প্রথম সন্তান আসতে চলেছে। জুলাই মাসে ভূমিষ্ঠ হবে তাদের প্রথম সন্তান।

শ্রাবন্তী পড়েছেন নতুন প্রেমে 

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে ঘিরে আলোচনা সমালোচনা চলতেই থাকে। সমালোচকদের কথায়- এক সম্পর্কে খুব বেশিদিন থিতু হতে পারেন না নায়িকা। শোনা যাচ্ছে নতুন প্রেমে পড়েছেন শ্রাবন্তী।

অবশ্য সমালোচ্যদের কথায়ও যুক্তি আছে। এইতো কিছুদিন আগে জিম ট্রেনারকে অভিনেত্রী মন দিয়েছেন বলে শোনা গিয়েছিল। এখন আবার শোনা যাচ্ছে- নিজের নতুন ছবির পরিচালকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই টালিউড অভিনেত্রী।

ওয়েব সিরিজে একসঙ্গে মিম-নাঈম

এ সময়ের জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনেতা এফএস নাঈমও বেশ জনপ্রিয়। মিম সিনেমা নিয়ে বেশি ব্যস্ত থাকলেও ওটিটিতেও কাজ করছেন। এফএস নাঈমের ফোকাস এখন ওটিটির দিকে। সম্প্রতি এ দুই অভিনয়শিল্পী জুটি বেঁধে নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। নাম ‘মিশন হান্টাডাউন’। 

হিমাচলের পাহাড়ে সারা

ভ্রমণপ্রিয় সারা আলী খান কে এবার দেখা যায় কখনো কাশ্মীরে আবার কখনো রাজস্থান।   এবারের গন্তব্য হিমাচল প্রদেশ। ঘুরতে গেলে সারা অবশ্য ‘তারকাসুলভ’ আচরণ করেন না, মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। হিমাচল ভ্রমণের গল্প ইনস্টাগ্রামে জানিয়েছেন সারা।

 

গ্রেফতার মাহিয়া মাহি | সারা সপ্তাহের খবর

 

দক্ষিণি ছবি রেকর্ড ভাঙতে পারে ‘কেজিএফ’ এর

গত কয়েক বছরে কন্নড় সিনেমায় যেন একধরনের বিপ্লব হয়ে গেছে। দক্ষিণ ভারতের তুলনামূলক কম পরিচিত এই সিনেমা ইন্ডাস্ট্রি উপহার দিয়েছে ‘কেজিএফ’, ‘কেজিএফ ২’, ‘৭৭৭ চার্লি’, ‘কানতারা’র মতো সিনেমা। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ধারণা, আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা ‘কবজা’ হতে যাচ্ছে নতুন কন্নড় ব্লকবাস্টার ছবি, যা ‘কেজিএফ’-এর বক্স অফিস রেকর্ড ভেঙে দিতে পারে।

আরও দেখুনঃ

১ thought on “গ্রেফতার মাহিয়া মাহি | সারা সপ্তাহের খবর”

Leave a Comment