অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে নিজ বাসায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।অভিনেতা খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নায়ক লেখেন, ‘আমাদের প্রিয় অভিনেতা খালেক ভাই আর নেই। কত স্মৃতি আপনার সঙ্গে।’

অভিনেতা খালেকুজ্জামান আর নেই
অভিনেতা খালেকুজ্জামানের নামাজের জানাজা কুর্মিটোলার একটি মসজিদে বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।এ অভিনেতার জন্ম নওগাঁ জেলার শান্তাহারে। তার বাবা ডা. শামসুজ্জামান ছিলেন একজন ব্রিটিশ রেলওয়ের মেডিকেল অফিসার। মা শায়েস্তা আক্তার জামান ছিলেন গৃহিনী।’

খালেকুজ্জামান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্য ও চারুকলা বিভাগের প্রথম মাস্টার্স ডিগ্রিধারীদের একজন। দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। এর আগে ছাত্রজীবনে মঞ্চ নাটকে অভিনয় করেছেন।

তাকে ধারাবাহিক নাটক ‘তমা’, ‘বড় বাড়ি’, ‘সময় অসময়’সহ অনেক নাটকে দেখা গেছে। এছাড়া নায়করাজ রাজ্জাক ও কবরীর সঙ্গে ‘অনির্বাণ’ সিনেমায় প্রথম দেখা যায় তাকে। এছাড়া ‘বৃহন্নলা’ ও ‘ছুঁয়ে দিলে মন’সহ কয়েকটি সিনেমায় দেখা গেছে। সবশেষ দেখা গিয়েছিল অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়।
আরও দেখুনঃ
