বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি জাভেদ ! খবর দিয়ে শুরু করছি বিনোদন নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি জাভেদ ! | সারা সপ্তাহের খবর
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি জাভেদ !
গুঞ্জন উঠেছে প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি জাভেদ কয়েকদিনের মধ্যে সে খবর নিজেই জানাবেন এই মডেল। এখন দুজনে বিয়ের আয়োজন নিয়ে পরিকল্পনাও করছেন বলে শোনা যায়। তবে কার প্রেমে’হাবুডুবু খাচ্ছেন তিনি তা প্রকাশ করেনি কেউই।
প্রভাকে আইনি নোটিশ স্ক্যান্ডাল ইস্যুতে
১৩ বছর আগের ভাইরাল স্ক্যান্ডালের বিষয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে এই নোটিশ পাঠিয়েছেন তিনি।
পাকিস্তান ছেড়ে ভারতের নাগরিকত্ব নিলেন আদনান সামি
পাকিস্তানের নাগরিকত্ব ছেড়ে ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন বলিউডের জনপ্রিয় গায়ক আদনান সামি। এরপর ৬ বছর কেটে গেলেও বিষয়টি নিয়ে বহুবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে, তবে বিষয়টি নিয়ে খুব একটা কথা বলেননি তিনি।
তিনি কেন ভারতের নাগরিকত্ব নিয়েছেন, সে বিষয়ে মুখ খুলেছেন সামি। সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্ম হিউমানস অব বোম্বকে সামি জানান, তিনি ভারতকে ভালোবাসেন, এটিই তাঁর বাড়ি, এ বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না। সামির ভাষ্যে, ‘আমি এখানে যতটা ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, একজন শিল্পী হিসেবে তা আমাকে অভিহিত করেছে।’
নোংরা রাজনীতির শিকার প্রিয়াঙ্কা
লিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ে করেছেন সংগীতশিল্পী নিক জোনসকে। গত ছয়–সাত বছরে বলিউডে অভিনয় করতে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান বলিউড ছাড়ার কারণ। ‘আর্মচেয়ার এক্সপার্ট’ শিরোনামের একটি পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে বলিউডে এখন তাঁকে দেখা না যাওয়ার প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘বলিউডে আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল। আমাকে ভালো চরিত্রে নেওয়া হচ্ছিল না। অনেকের সঙ্গে আমার ঝামেলাও হয়েছিল। নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি।’

পাঠান ও টাইগার একসাথে
যশ রাজ ফিল্মস আগেই ঘোষণা করেছে, ‘টাইগার’, ‘ওয়ার’-এর পর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ও তাদের স্পাই ইউনিভার্সের অংশ। ‘পাঠান’-এ যেমন ‘টাইগার’রূপী সালমান খানকে দেখা গেছে, সেভাবেই সামনে সালমানে ‘টাইগার ৩’-তে শাহরুখকেও দেখা যাবে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে অভিনেত্রীর বিরুদ্ধে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হলো বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জনবহুল এবং বৃহত্তম শহর ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন তাপসীর নামে। একলব্য নিজের অভিযোগে জানিয়েছেন, ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি দেন, যেখানে বড় গলার পোশাক পরেছিলেন তাপসী। আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস।
মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ফেসবুকে সন্তানের ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন মাহি।

অভিনেত্রী রুচিস্মিতার আত্মহত্যা
বেড়াতে এসেছিলেন ওডিশার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা রুচিস্মিতা গুরু। বালঙ্গির জেলায় সেই চাচার বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে গত রোববার। ঠিক কী কারণে এই অভিনেত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো জানা যায়নি।
আরও দেখুনঃ
